২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সিলেট স্টেডিয়াম দেখে খুশি নিউজিল্যান্ড পরিদর্শক দল

সিলেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড পরিদর্শক দল - ছবি : সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম পরিদর্শন করেছে সফরকারী নিউজিল্যান্ডের পরিদর্শক দল। ভেন্যুটি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে দলটি।
নিউজিল্যান্ডের সাথে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের অন্তত একটি ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে।

অক্টোবর ও নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় আইসিসি বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে অনুষ্ঠিত হবে এই সিরিজটি। যেটিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিচ্ছে দল দুটি। বিশ্বকাপের পর টেস্ট সিরিজ খেলতে ফের বাংলাদেশে আসবে কিউই দল।

এর আগে বাংলাদেশ সফরে এসে শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রামের ভেন্যুতে ম্যাচ খেলেছে ব্ল্যাক ক্যাপসরা। প্রতিনিধি দলটি সিলেটের মূল ভেন্যু, গ্রাউন্ড-২, জিম, ইনডোর এবং ড্রেসিংরুমসহ অনুশীলন সুবিধাগুলো খতিয়ে দেখেছে।

দলটির সাথে থাকা বাংলাদেশ ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেছেন, স্টেডিয়াম দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন কিউই প্রতিনিধি দল।

সাবেক এই ক্রিকেটার আজ গণমাধ্যমকে বলেন,‘ তারা গ্রাউন্ড পর্যবেক্ষণ করে দেখেছেন। আমরা এখনো ভেন্যুটিকে চূড়ান্ত না করলেও তাদেরকে জানিয়েছি সিলেটে একটি ম্যাচ আয়োজন করার সম্ভাবনা রয়েছে। যে কারণে তারা ভেন্যু পরিদর্শনে যায়। সাধারণত কোনো দেশে জাতীয় ক্রিকেট দল সফরে পাঠানোর আগে এরকম পরিদর্শক দল পাঠিয়ে থাকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।’

নাফিস বলেন,‘ আমরা তাদের কাছ থেকে ইতিবাচক মনোভাব লক্ষ্য করেছি। সেখানকার সুযোগ সুবিধা দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে পরিদর্শক দল। ভেন্যুটি একবার চূড়ান্ত হলে আমরা অবশ্যই আরো ভালো সুযোগ সুবিধার ব্যবস্থা করব। স্বাগতিক হিসেবে বাংলাদেশ সবসময়ই প্রশংসা পেয়ে আসছে। আশা করি আবারো সেটি তারা অনুধাব করবে।’

 


আরো সংবাদ



premium cement
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত

সকল