২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ভালো শুরু পেয়েও শেষটা রঙিন হলো না জুনিয়র টাইগারদের, এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

- ছবি : সংগৃহীত

দিনের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। মাত্র ১ রানেই ক্যারিবীয়দের জোড়া উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে দিনের বাকি সময়জুড়ে টাইগার বোলারদের বেশ কঠিন পরীক্ষাই নিয়েছে সফরকারীরা। চার ফিফটিতে ৬ উইকেটে ৩২০ রান তুলে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ এ দল

মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ চারদিনের ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজ এ দলের মুখোমুখি হয় বাংলাদেশ এ দল। সিলেটে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ক্যারিবীয়রা। সাইফ হাসানের নেতৃত্বে এইদিন একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামে টাইগাররা।

বল হাতে দারুণ শুরু পায় বাংলাদেশ। কোনো রান যোগ করার আগেই ক্যারিবীয়দের উদ্বোধনী জুটি ভেঙে দেন শরিফুল ইসলাম। ০ রানে ফেরেন ক্রিক ম্যাকেঞ্জি। ১ রান যোগ করে মুশফিক হাসানের শিকার হয়ে একই পথ ধরেন জ্যাকম মাস্কি।

শুরুতেই জোড়া উইকেট হারানোর ধাক্কা তৃতীয় উইকেট জুটিতে অনেকটাই কাটিয়ে উঠে ওয়েস্ট ইন্ডিজ। ত্যাগনারায়ন চন্দরপল ও এলেক স্টিভেন মিলে যোগ করেন ৮২ রান। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে স্টিভেন ফেরেন ৬৬ বলে ৫৯ রান করে। নাসুম আহমেদের প্রথম শিকার বনে যান তিনি।

এরপর দ্য সিলভার সাথে জুটি গড়েন ত্যাগনারায়ণ। এই জুটিতে ২০০ রানের গণ্ডি পাড়ি দেয় ক্যারিবীয়রা। স্টিভেনের মতো দ্রুত গতিতে রান তোলায় মন দেন সিলভা। অর্ধশতক হাঁকিয়ে এগিয়ে যাচ্ছিলেন তিন অংকের ঘরের দিকে। তবে ৯৪ বলে ৮২ রানে থাকা অবস্থায় তাকে ফেরান নাসুম আহমেদ।

এরপর অবশ্য দ্রুত দুই উইকেট তুলে নিতে সমর্থ হয় স্বাগতিকরা। সেই শুরু থেকে ব্যাট করতে থাকা ত্যাগনারায়ণও ফেরেন এই সময়ে। টাইগার বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়ে মুশফিক হাসানের শিকার হন ১৬০ বলে ৮৩ রান করে। আর অধিনায়ক টেভিনকে ফেরান নাসুম, ১০ রান করেন তিনি।

তবে আবারো ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা। রেমন রেইফারের সাথে জুটি গড়ে দলের হাল ধরেছেন কেভিন সিনক্লেয়ার। ইতোমধ্যেই ৬০ রানের যোগ করেছেন দুজনে। সিনক্লেয়ার ৫২ বলে ২২ ও ৯০ বলে ৫৬ রানে অপরাজিত আছেন রেইফার।

টাইগারদের হয়ে নাসুম তিনটি ও মুশফিক হাসান নেন ২ উইকেট।


আরো সংবাদ



premium cement