২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০, ১১ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

বৃষ্টিতে কি ভিজবে আইপিএলের ফাইনাল?

বৃষ্টিতে কি ভিজবে আইপিএলের ফাইনাল? - ছবি : সংগৃহীত

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে উদ্বেগ বাড়িয়েছিল আমদাবাদের বৃষ্টি। গুজরাত টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ সঠিক সময় শুরু হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। রোববার আইপিএলের ফাইনাল। গুজরাতের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। বৃষ্টি বাধা হবে না তো? প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের।

মহেন্দ্র সিংহ ধোনির দলের সাথে হার্দিক পান্ডিয়ার দলের খেতাবি লড়াই নিয়ে তুঙ্গে আগ্রহ। গুজরাত পর পর দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হতে পারবে কি না, তা নিয়ে আগ্রহ রয়েছে ক্রিকেট জনতার। একই রকম আগ্রহ রয়েছে অবসর নেয়ার আগে ধোনি কি পারবেন চেন্নাইকে পঞ্চম আইপিএল ট্রফি দিতে? ক্রিকেটপ্রেমীদের এই আগ্রহে বাধা হতে পারে বৃষ্টি। এমনই আশঙ্কার কথা শুনিয়েছে ভারতের আবহাওয়া দফতর।

গত শুক্রবার বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর হয়েছিল টস। খেলা শুরু হয়েছিল ৩০ মিনিট পর। পূর্বাভাস অনুযায়ী রোববার ফাইনালের দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমদাবাদে। রোববার বিকেল বা সন্ধ্যায় আমদাবাদের বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বিঘ্নিত হতে পারে আইপিএলের ফাইনাল।

ম্যাচ আয়োজন করা কি সম্ভব হবে? ম্যাচ হওয়ার সম্ভাবনা খারিজ করে দেননি আবহাওয়াবিদরা। তারা জানিয়েছেন, রোববার সারা দিনই আমদাবাদের আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। বৃষ্টি হতে পারে ঘণ্টা দুয়েক। কোন সময় এবং কতক্ষণ বৃষ্টি হবে, তার উপর নির্ভর করবে আইপিএল ফাইনালের ভাগ্য। প্রয়োজনে পেছানো হতে পারে খেলা শুরুর সময়। খেলার মাঝেও নামতে পারে বৃষ্টি। যা হওয়ার তা হবে সূর্যাস্তের পর। সাথে বইতে পারে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া। এর মধ্যেই আশার কথা, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া যেমনই হোক রোববার নরেন্দ্র মোদী স্টেডিয়ামের কোনো দর্শকাসন ফাঁকা থাকবে না। ধোনির চেন্নাই ফাইনালে উঠতেই টিকিটের চাহিদা আকাশ ছুঁয়েছে। আইপিএল ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকার কথা বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধানদের। গুজরাত-চেন্নাই ম্যাচের পাশাপাশি রয়েছে সমাপ্তি অনুষ্ঠানের আকর্ষণও।
সূত্র : আনন্দবাজার


আরো সংবাদ



premium cement
লাখের নিচে স্বর্ণের ভরি বাংলাদেশ-জাপান ও উত্তর-পূর্ব ভারতকে সংযুক্ত করে প্ল্যাটফর্ম গঠনের সুপারিশ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনে প্রধান বিচারপতির প্রতি ইউএলএফের আহ্বান মালয়েশিয়ায় এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল শুরু অতীতের ঘটনা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চায় বাংলাদেশ সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনে প্রধান বিচারপতির প্রতি ইউএলএফের আহ্বান আ'লীগের অধীনে নির্বাচনে কেন যাবে বিএনপি', প্রশ্ন নজরুল ইসলামের দুবাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে চকরিয়ার যুবকের মৃত্যু ‘তুমি খেললেও আমরা তোমাকে নিচের দিকে খেলাব’

সকল