আজই ভারত যাচ্ছেন মোস্তাফিজ
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ এপ্রিল ২০২৩, ০৪:২১, আপডেট: ০১ এপ্রিল ২০২৩, ১১:১০

আইপিএল খেলতে আজ শনিবার সকালেই দেশ ছাড়ছেন মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান ও লিটন দাসকে অপেক্ষায় রেখে সবার আগে ভারতে উড়াল দিচ্ছেন তিনি। তবে কোনো যাত্রীবাহী বিমান নয়, বিশেষ ব্যবস্থাপনায় চাটার্ড বিমানে করে ভারতে যাচ্ছেন এই পেসার। গত আসরের মতো মোস্তাফিজ এবারো খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।
আগামীকাল রাত ৮টায় নিজেদের প্রথম ম্যাচে লখনৌ জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। ঠিক তার ১২ ঘন্টা আগে দলের সাথে যোগ দেবেন এই কাটার মাষ্টার।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকায় সাকিব-লিটন যখন অনাপত্তিপত্র পেতেই ভুগছেন, তখন সাচ্ছন্দ্যেই আইপিএলে যোগ দেবেন মোস্তাফিজ। কারণটা স্পষ্ট, টেস্ট দলের অংশ নন এই টাইগার পেসার। বিপরীতে সাকিবের কাঁধে টেস্ট দলের অধিনায়কত্ব।
ইতোমধ্যে বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়ে গেছেন মোস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে সাংবাদিকদের এই তথ্য নিজেই জানিয়েছেন মুস্তাফিজ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা