২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪২৯, ০৭ জিলকদ ১৪৪৪
`

শুভমন-রশিদের দাপটে ধোনির চেন্নাইকে হারাল হার্দিকের গুজরাত

শুভমন-রশিদের দাপটে ধোনির চেন্নাইকে হারাল হার্দিকের গুজরাত - ছবি : সংগৃহীত

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলের উদ্বোধনী ম্যাচেই চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে দিলো গুজরাত টাইটান্স। গতবারের চ্যাম্পিয়ন দল ২০২২ সালে দু'বার মহেন্দ্র সিং ধোনির সিএসকে-কে হারিয়েছিল। ফের একবার দাপট দেখিয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করল হার্দিক পান্ডিয়ার দল। শুক্রবার ব্যাটে যেমন শুভমন গিল নজর কাড়লেন, তেমনই অলরাউন্ড পারফরম্যান্স করে ফের নিজের জাত চেনালেন রশিদ খান। ফলে রুতুরাজ গায়কোয়াড়ের দুরন্ত ইনিংস কিংবা তরুণ পেসার রাজ্যবর্ধন হাঙ্গারকারের (৩৬ রানে ৩ উইকেট) পানিতে গেল। কারণ চার বল বাকি থাকতেই ৫ উইকেটে ১৮২ রান তুলে ম্যাচ জিতে যায় গুজরাত।

ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজেই শুরু করেছিলেন শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা। মারমুখী ভঙ্গিতে ব্যাট চালিয়ে দ্রুত রান তুলতে শুরু করে দেন ঋদ্ধি। ফলে চোখের নিমেষে প্রথম উইকেটে ৩৭ রান তুলে দেয় গুজরাত। তবে সেখানেই প্রথম ছন্দপতন। বিপক্ষের রাজ্যবর্ধন হাঙ্গারকারকে মারতে গিয়ে থার্ড ম্যানে থাকা শিবম দুবে-কে ক্যাচ দিয়ে বসেন পাপালি। ফলে তাকে ১৬ বলে ২৫ রান করেই থেমে যেতে হয়। মারলেন দুটি চার ও দুটি ছক্কা।

ফিল্ডিং করার সময় গুজরাত শিবিরের জন্য আরো উৎকণ্ঠা বয়ে এনেছিলেন কেন উইলিয়ামসন। রুতুরাজের বাউন্ডারি আটকাতে গিয়ে হাঁটুতে মারাত্মক চোট পান কিউই তারকা। তাকে পুরোপুরি ধরে ধরে মাঠ থেকে বের করে আনা হয়। পরে তার বদলি হিসাবে সাই সুদর্শন। ইমপ্যাক্ট প্লেয়ার করে নামায় গুজরাত। সেই ছক কাজেও লেগে যায়। ১৭ বলে ২২ রান করেন সাই। এদিকে ৯০ রানে ২ উইকেট চলে গেলেও, বিস্ফোরক ব্যাটিং করছিলেন শুভমন। তার ক্রিজে থাকার সময় মনে হচ্ছিল চেন্নাইকে হেলায় হারিয়ে দেয়া শুধু সময়ের অপেক্ষা।

কিন্তু ১৫ ওভারে শুভমনকে ফিরিয়ে সিএসকে-কে ফের ম্যাচে ফিরিয়ে আনেন তুষার দেশপাণ্ডে। ফলে ৩৬ বলে ৬৩ রান করে ফিরে যান শুভমন। তার ইনিংস ৬টি চার ও ৩টি ছক্কা দিয়ে সাজানো ছিল। মাঝের দিকে হার্দিক, বিজয় শঙ্কর ফিরে গেলেও, গুজরাতকে বাড়তি চাপ নিতে হয়নি। কারণ বোলিংয়ের পর ঝড়ো ব্যাটিং করে দলের জয় নিশ্চিত করেন রাশিদ খান। রশিদ ৩ বলে ১০ ও রাহুল তেওয়াটিয়া ১৪ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।
সূত্র : জি নিউজ


আরো সংবাদ


premium cement
আইপিলের ফাইনাল আজ, কঠিন লড়াইয়ের পূর্বাভাস পাকিস্তানে তুষার ধসে নিহত ১১ ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ষান্মাসিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ চকরিয়ায় তৃণমূলকে শক্তিশালী করে নির্বাচনের প্রস্তুতি নাও : রওশন এরশাদ সিলেবাস থেকে বাদ যাচ্ছে ‘সারে জাঁহা সে আচ্ছা’র কবির জীবনী দেশের অর্থনীতি স্মরণকালের মধ্যে সবচেয়ে খারাপ সময়ে : সিপিডি গাজীপুরে পরাজয়, ৪ সিটি নিয়ে সতর্ক আওয়ামী লীগ আইপিএলে চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি রুপি নাঙ্গলকোটে এসএসসি পরীক্ষায় ১ ঘণ্টা বিলম্বে কপাল পুড়ল ২ শিক্ষার্থীর এনআইডি থাকলেই রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা উচিত পররাষ্ট্রমন্ত্রী আশুগঞ্জে নৌ-বন্দর পুনর্বাসনসহ ৫ দফা দাবিতে কর্মবিরতি

সকল