০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৯ জিলকদ ১৪৪৪
`

ব্যাটিং ধসে বাংলাদেশ

ব্যাটিং ধসে বাংলাদেশ - ছবি : সংগৃহীত

প্রথম দুই ম্যাচ থেকে বিপরীতমুখী শুরু আজ বাংলাদেশের। পাওয়ার প্লেতেই ভাঙন ধরে টপঅর্ডারে; আসা যাওয়ার মিছিল চলছে একের পরে এক। হারিয়ে ফেলেছে ছয়টি উইকেট। ফিরেছেন লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয় ও অভিষিক্ত রিশাদ হোসেন। ৭ ওভার শেষে দলের সংগ্রহ ৪৭/৫

শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফেরেন লিটন, মার্ক অ্যাডাইরের বলে ৪ বলে ৫ রান করে ডকরেলের তালুবন্দি হন তিনি। পরের ওভারেই নাজমুল হোসেন শান্ত আউট হন ৮ বলে ৪ করে টেক্টরের বলে। আর দারুণ শুরু করেও ইনিংস বড় করতে পারেননি রনি তালুকদার, ১০ বলে ১৪ রানে আউট হন তিনি।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক সাকিব আল হাসান। তাওহীদ হৃদয়কে নিয়ে জুটি গড়ে এগিয়ে নিয়ে যাবার সম্ভাবনা দেখালেও তা আর হয়নি, পাওয়ার প্লের শেষ ওভারে ৬ বলে ৬ রান করে ফেরেন সাকিব। আর পরের ওভারেই ফেরেন হৃদয়ও। ১০ বলে ১২ রান করেন তিনি।

এরপর পরপর রিশাদ হোসেন ও তাসকিন আহমেদও ফিরে যান। তাদের সংগ্রহ যথাক্রমে ৭ বলে ৮ ও ২ বলে ০ রান।

এখন ক্রিজে স্বীকৃত ব্যাটসম্যান বলতে বাকি আছেন কেবল মাঠে থাকা শামিম পাটোয়ারী। তার সঙ্গী নাসুম আহমেদ।


আরো সংবাদ


premium cement

সকল