আয়ারল্যান্ডকে ধবলধোলাই করতে মাঠে নামছে বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ মার্চ ২০২৩, ১১:৪২, আপডেট: ৩১ মার্চ ২০২৩, ১৪:১৮
সিরিজ আগেই নিশ্চিত হয়েছে, এবার ধবলধোলাইয়ের পালা৷ সেই লক্ষ্যেই আজ শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ, অবিশ্বাস্য কিছু না ঘটলে আছে শতভাগ সম্ভাবনা। প্রতিপক্ষ আয়ারল্যান্ড যদিও হাল ছাড়েনি, একটা জয় চাই তাদের, হোক তা সান্ত্বনা। তবে সহজ হবে কি, নতুন এই বাংলাদেশের সাথে পেরে উঠা?
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়াইয়ে নামবে দুই দল। খেলা শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়৷
ইতোমধ্যেই অবশ্য সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। প্রথম দুই ম্যাচে বড় জয় নিয়ে সিরিজ নিশ্চিত করেছে ২-০ ব্যবধানে। এবার স্কোরবোর্ডটা ৩-০ করতে মরিয়া সাকিব বাহিনী। অবশ্য দূর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশের জন্য বিষয়টা আর তেমন কঠিন নয়।
বৃষ্টি বিঘ্নিত দুটো ম্যাচেই অসংখ্য রেকর্ডের জন্ম দিয়ে জয় পায় বাংলাদেশ। প্রথম ম্যাচে পাওয়ার প্লেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহের পর বৃষ্টি আইনে ২২ রানে জেতে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে উদ্বোধনী জুটিতে এসেছিল নিজেদের সর্বোচ্চ ১২৪ রান। এই ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল ৭৭ রানের ব্যবধানে, যা রানের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জয়।
শেষ ম্যাচেও দেখা যেতে পারে আরো কিছু রেকর্ড। যেমন আজ জিতে গেলে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবার টানা ছয় জয়ের স্বাদ পাবে টাইগাররা। সেই সাথে টানা দুই সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার দুর্দান্ত এক রেকর্ডের সাক্ষী হতেও পারে বাংলাদেশ। পারে আরো অনেক কিছুই, তবে হেলা নয়; নিজেদের সর্বোচ্চটা দিয়েই খেলতে হবে বাংলাদেশকে।
প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ড যদিও বড় কোনো নাম নয়, তবে খেলাটা যখন ক্রিকেট, অনিশ্চয়তার চোরাস্রোত তো আসতেই পারে যেকোনো সময়৷ আর ফরম্যাট যখন টি-টোয়েন্টি, তখন পার্থক্য বলে কিছুই নেই যে শক্তিমত্তাতে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা