২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল বাংলাদেশ। - ছবি : সংগৃহী

ত্রিদেশীয় সিরিজের শিরোপা বাংলাদেশের। আফগানিস্তান অনুর্ধ্ব ১৯ দলকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করে নিল বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল। ম্যাচ সেরা মাহফুজুর রহমান।

আবুধাবিতে বৃহস্পতিবার (৩০ মার্চ) আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয়ে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ যুব দল।

মাহফুজুর রহমানের বোলিং তোপে এইদিন ধ্বস নামে আফগান শিবিরে। আবুধাবিতে আফগানরা বাধা পড়ে যায় মাত্র ১৪৩ রানে। বল হাতে মাত্র ২৯ রানে ৬ উইকেট শিকার করেন মাহফুজ। ১৪৪ রানের লক্ষ্য তাড়ায় জিসান আহমেদ ও রিজওয়ানের ব্যাটে ভর করে মাত্র ২৩.২ ওভারে ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে জুনিয়র টাইগাররা।

টস জিতে ব্যাটিং করতে নেমে সাবধানী শুরু করেছিল আফগান যুবারা। ইনিংসের ষষ্ঠ ওভারে দলীয় ২৯ রানে আফগানদের উদ্বোধনী জুটি ভাঙেন মারুফ মৃধা। পঞ্চাশ রানের আগে আর কোনো উইকেট হারায়নি তারা। তবে এরপরেই দৃশ্যপটে আসেন মাহফুজুর রহমান, একে একে তুলে নেন ৬ উইকেট।

ওয়াফিউল্লাহকে বোল্ড করে শুরু, এরপর সোহাইল খান, কামরান হোতাক, খালিদ তানিওয়াল, ফারহাদ ওসমানি, ইয়ামা আরবকে ফেরান তিনি। এছাড়া দুটি উইকেট নিয়েছেন রাফিউজ্জামান। আফগানদের পক্ষে সর্বোচ্চ ৬৩ বলে ৬৫ রান করেন মোহাম্মদ হারুন। ওয়াফিউল্লাহ ২৭ ও খালিদ করেন ১৫ রান।

ছোট লক্ষ্য সাচ্ছন্দ্যেই পাড়ি দিয়েছে যুবারা। যদিও শুরুতে ঝড় তোলা আশিকুর ইনিংসটা৷ বড় করতে পারেননি, ফেরেন দলীয় ২১ রাজে ১৩ বলে ১৭ করে। তবে তিনে নামা শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন জিসান। দারুণ ব্যাটিংয়ে ৭ চারে ১৯ বলে ৩৫ রানের ইনিংস খেলে আউট হন ডানহাতি এই ব্যাটার।

এদিকে অন্য প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন ওপেনার রিজওয়ান। জয়ের খুব কাছে গিয়ে আউট হন তিনি, কামরান হাটাকের দ্বিতীয় শিকার হবার আগে খেলেন ৪৯ বলে ৪৩ রান। এর আগে আরিফুল ইসলামের স্ট্যাম্প ভেঙেছিলেন তিনি। আরিফুল আউট হন ২২ রান করে৷ অধিনায়ক আহরার আমিন ৫ ও শিহাব অপরাজিত ছিলেন ৭ রানে।

 


আরো সংবাদ



premium cement