০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৯ জিলকদ ১৪৪৪
`

রনির সাথে জুটি গড়ে স্বস্তিতে লিটন, গড়ছেন নতুন সব রেকর্ড

রনির সাথে জুটি গড়ে স্বস্তিতে লিটন। - ছবি : সংগৃহীত

কখনো তামিম ইকবাল, কখনো নাজমুল হোসেন শান্ত, কখনো আবার সৌম্য সরকার। ছিলেন কখনো মেহেদী মিরাজ, নাইম শেখ বা মুনিম শাহরিয়ার; উদ্বোধনী জুটিতে যোগ্য সঙ্গ যেন খুঁজে পাচ্ছিলেন না লিটন কুমার দাস। অবশেষে রনি তালুকদারে যেন স্বস্তি পেয়েছেন লিটন, পেয়েছেন মনের মতো সতীর্থ ওপেনার। সংবাদ সম্মেলনেও প্রকাশ্যেই তা বলে গেলেন বাংলার শের এই ব্যাটার।

আট বছর পর জাতীয় দলে ফেরে ৫ ম্যাচে লিটনের সাথে ইনিংস উদ্বোধনে সহযাত্রী ছিলেন রনি। এই ৫ ম্যাচে তাদের জুটিতে এসেছে ৩৩, ১৬, ৫৫, ৯১ ও ১২৪। ৬৩ গড়ে ‘লিটন-রনি' জুটির সংগ্রহ এখন পর্যন্ত ৩১৯ রান! শেষ দুই ম্যাচে জুটি গড়ে রেকর্ড বুকেও অদলবদল করেছেন দু'জনে। প্রথম ম্যাচে পাওয়ার প্লেতে সর্বোচ্চ ৮১ রানের রেকর্ড গড়ার পর আজ ১২৪ রান করে গড়েছেন সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটির রেকর্ড।

কেউ কারো ওপর ভর করে নয়, নিজের কাজটা নিজেরাই করছেন ঠিক রেখে সমন্বয়। আগ্রাসন ধরে রেখেই খেলছেন দু‘জনে, দু'জনেই ব্যস্ত ভয়-ডরহীন ক্রিকেট প্রদর্শনে। আইরিশদের বিপক্ষে ৭৭ রানের জয়ের পর চট্টগ্রামে সংবাদ সম্মেলনে আসেনও তাই প্রশ্ন উঠে দু‘জনের সমন্বয়তা নিয়ে। লিটনের কাছে জানতে চাওয়া হয় কেমন উপভোগ করছেন রনির সঙ্গে?

উত্তরে লিটন বলেন, ‘যেই শুরু আমরা দিয়েছি, আমার মনে হয় টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে এটাই সর্বোচ্চ। এর চেয়ে বড় কিছু তো আর হতে পারে না। এখন টানা প্রতিটা ম্যাচেই আপনি এই সাফল্য পাবেন না যে যাবো আর দু‘জনই হিট করা শুরু করব। এমন সময় আসবে যে, ভুগতে হবে। তবে তার সাথে ব্যাটিং করে অনেক মজা পাচ্ছি।’

আগে কখনো এত সাহসী দেখা যায়নি লিটনদের, কখনো কখনো চমক থাকলেও ছিল না ধারাবাহিকতা। হঠাৎ এমন পরিবর্তন খেলায়, এত আগ্রাসন মানসিকতায়; কিভাবে সম্ভব হলো? জানতে চাওয়া হয় লিটনের কাছে। জবাব দিতে গিয়ে একটু বিরক্তই হলেন বটে লিটন। স্পষ্টই বললেন,

‘পার্টনার বদলে গেছে, হয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে আপনারা যেকোনো সময় যখন প্রশ্ন করেন, পেছনের কথা কেন টানেন সব সময়। নতুন যে জিনিস ভালো হচ্ছে, সেটা কী ভালো লাগছে না। দুই বছর, এক বছর...,অতীত টানার তো কোনো দরকার নেই। এখন ভালো খেলতেছি, এই পার্টনার কতটা যেতে পারে দেখি।'

তবে লিটন আরো জানান যে, দলের পরিকল্পনাতেই ছিল এমন আগ্রাসন। পরিকল্পনা অনুযায়ীই খেলেছেন তিনি ও তার দল। তিনি বলেন, ‘আমরা জেতার জন্যই মাঠে নামি। আমরা যে চিন্তাভাবনা করছিলাম, যেই ব্র্যান্ড অব ক্রিকেট খেলতে চাচ্ছিলাম সেভাবেই খেলতে পেরেছি।’


আরো সংবাদ


premium cement
জামালপুরে অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন হবে না : মির্জা ফখরুল ইসরাইলের প্রধানমন্ত্রীর কাছে ফিলিস্তিন রাষ্ট্রের কথা তুলে ধরেন ব্লিঙ্কেন ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার আয়োজন করতে উন্মুক্ত দক্ষিণ আফ্রিকা বেলারুশের বিরুদ্ধে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় শুরু হচ্ছে বাংলাদেশী পণ্যের উই হাটবাজার মেলা নির্বাচন ঘিরে বরিশালে বিএনপি-আ’লীগ দু’দলেই বিভেদ ৬০ টাকায় থমকে আছে দেশি পেঁয়াজ, ভারতীয় পেঁয়াজ ৪০ টাকা রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান আর নেই বরিশাল সিটি নির্বাচন : সিসিটিভি ক্যামেরা স্থাপন চলছে, শেষ হবে শনিবার তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে সকল মহানগরে পদযাত্রা করবে বিএনপি

সকল