২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

টি-টোয়েন্টি সিরিজের টিকেট বিক্রি হচ্ছে আজ থেকে, পাওয়া যাচ্ছে অনলাইনেও

টি-টোয়েন্টি সিরিজের টিকেট বিক্রি হচ্ছে আজ থেকে, পাওয়া যাচ্ছে অনলাইনেও - ছবি : সংগৃহীত

সুখস্মৃতি নিয়েই শেষ হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ, এবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি মিশন। ২৭ মার্চ চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আইরিশদের মুখোমুখি হবে বাংলাদেশ। বাকি দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে চট্টগ্রামেই। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই অনলাইন টিকিটের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টি সিরিজেও ধরে রেখেছে এর ধারা। অনলাইনেই বিক্রি হবে টিকিট। টিকেটের মূল্য তালিকাও প্রকাশ করেছে বিসিবি।

শনিবার (২৫ মার্চ) বেলা ২টা থেকে অনলাইনে প্রথম ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাবে ম্যাচের আগের দিন। অনলাইনে টিকিট কিনতে এখানে ক্লিক করুন

টিকেট কিনতে লাগবে জাতীয় পরিচয়পত্র ও সচল একটি মোবাইল নম্বর। একটি নিবন্ধিত অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ দুটি টিকিট সংগ্রহ করা যাবে। অবশ্য অনলাইনে টিকিট ক্রয় করার পর তা সংগ্রহ করতে হবে কালেকশন বুথ থেকে।

ছয় ক্যাটাগরিতে বিভক্ত টিকেটের মূল্য তালিকা :
গ্র্যান্ড স্ট্যান্ড- ১,৫০০ টাকা
রুফটপ হসপিটালিটি- ১,৫০০ টাকা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ড- ১,০০০ টাকা
ক্লাব হাউজ- ৫০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা
ওয়েস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা।


আরো সংবাদ



premium cement