২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

জন্মদিনে সাকিব চালু করলেন ক্যানসার ফাউন্ডেশন

জন্মদিনে সাকিব চালু করলেন ক্যানসার ফাউন্ডেশন। - ছবি : সংগৃহীত

শুধুই খেলার মাঠ নয়, ক্রিকেটারের বাইরেও আছে একটা পরিচয়; মানবিক সাকিব আল হাসান। দেশের নানান সঙ্কটে আর সময়ের যেকোনো ক্রান্তিলগ্নে তার দেখা মেলে উদার মনে। এবার আরো বড় পরিসরে দেশের মানুষের সেবায় নিয়োজিত হতে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিজের ৩৬তম জন্মদিবসে নিজের নামে ক্যানসার ফাউন্ডেশনের উদ্বোধন করেন তিনি।

ঢাকার একটি পাঁচতারকা হোটেলে শুক্রবার (২৪ মার্চ) বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ আরো অনেক বিসিবি কর্মকর্তা ও ক্রিকেটারদের উপস্থিতিতে উদ্বোধন করা হয় ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন।

অনুষ্ঠানে নিজের বক্তব্যে সাকিব বলেন, ‘আমি অনেক সময় অনেক কিছুর সাথে জড়িয়েছি। চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। এবার প্রাতিষ্ঠানিকভাবে কিছু করতে চাই। এই ক্যানসার ফাউন্ডেশন করার পেছনে সত্যিকার অর্থে সেটিই কারণ।’

বিশ্বজুড়ে ক্যানসার আক্রান্ত মানুষের সংখ্যা ব্যাপক, বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। একটা সময় মরণব্যাধি বলা হলেও সময়ের সাথে সাথে এখন এই রোগের সাথে মোকাবেলা করতে পারছে। তবে যার চিকিৎসা করতে খরচ হয় লাখো-কোটি টাকা। এসব বিষয় চিন্তা করে সাকিব আল হাসান প্রতিষ্ঠা করলেন নিজের নামে ক্যান্সার ফাউন্ডেশন।

সাকিব বলেন, ‘ক্যানসারকে সবাই মরণব্যাধি বলে। তবে এর ভয়ে পিছিয়ে থাকলে তো চলবে না। আমাদেরকে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। এই ফাউন্ডেশন সেই সব মানুষের জন্য কাজ করতে চায়, যাদের সামর্থ্য নেই ক্যানসার মতো ব্যয়বহুল চিকিৎসাকে এগিয়ে নেয়ার, সামর্থ্য নেই ক্যানসার ডায়াগনসিস করার।’

সাকিব যোগ করেন, ‘একটা ডায়াগনসিস সেন্টার করতে চাই। তারো আগে চাই, মানুষের মাঝে সচেতনতা বাড়াতে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, অনেক আর্লি স্টেজে যদি এটা ধরা পড়ে, কিংবা শুরুতেই ডায়াগনসিস করা যায়, তাহলে আমার মনে হয়, এখন অনেক ভালো চিকিৎসা আছে। যার মাধ্যমে মানুষ অনেক দিন বেঁচে থাকতে পারবে।’

তবে শুধু সাকিব নয়, এই উদ্যোগের সাথে রয়েছেন বিকেএসপির সাবেক কয়েকজন ক্রিকেটার ও দু‘জন কোচ। অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের সাবেক অধিনায়ক কাফি খানের ঐকান্তিক প্রচেষ্টায় ক্রিকেটার নাইম ইসলাম, সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক, সোহরাওয়ার্দী শুভ, নাসিরুল ইসলাম ও প্রয়াত মোশাররফ হোসেন রুবেল (যিনি মস্তিষ্কের ক্যান্সার আক্রান্ত হয়ে গত বছর ১৯ এপ্রিল মারা গেছেন)। আছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম ও জাতীয় দলের সাবেক কোচ সারওয়ার ইমরান।


আরো সংবাদ



premium cement
এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ

সকল