২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সাকিব-লিটনদের আইপিএল খেলার ব্যাপারে কড়া অবস্থানে বিসিবি

- ছবি : সংগৃহীত

শোনা গিয়েছিল সাকিব-লিটনদের আইপিএল খেলতে দিতে নমনীয় হয়েছে বিসিবি, আগের কড়া অবস্থান থেকে সরে এসেছে তারা। তবে বিষয়টা যেন উড়িয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। ক্রিকেটারদের আইপিএল খেলতে দিতে নাজমুল হাসান পাপনের রাজ্যের অনীহা।

এর আগে আইপিএলে অংশ নিতে জাতীয় দলের ব্যস্তসূচি থেকে বিসিবি বরাবর চিঠি লিখে ছুটি চেয়েছিলেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস।

বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস তখন বলেন, ‘তারা আইপিএল খেলার জন্য আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট থেকে ছুটি চেয়েছে। আমরা চিঠি পেয়েছি, তবে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। ওদের এনওসি দেয়া হবে কি হবে না এই বিষয়ে।’

তখনই গুঞ্জন উঠে আগের অবস্থান থেকে সরে এসেছে বিসিবি, আইপিএল খেলার সুযোগ পাচ্ছে সাকিব, লিটন, মোস্তাফিজরা। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, বিশ্বকাপে প্রস্তুতি নিতে হাথুরাসিংহের পরামর্শে আসন্ন টেস্ট সিরিজ তো বটেই, পরে আয়ারল্যান্ড সফর থেকেও ছুটি দেয়া হতে পারে তাদের দু’জনকে।

যদিও এই চিঠির আনুষ্ঠানিক জবাব এখনো দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বিষয়টা যেন অনেকটা নাকচ করে দিলেন বিসিবি বস। বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, ‘যখন তাদেরকে আইপিএল নিলামে ডাকা হয়, তার আগে আমাদের কাছে জানতে চেয়েছে, ওরা কখন থেকে খেলতে পারবে। আমরা তাদেরকে সেই সময়সীমা দিয়ে দিয়েছি। সেটি জেনেই আইপিএলে ওদেরকে নিলামে নিয়েছে। তারা দু’জন টেস্টে না থাকার কোনো অপশনও দেখি না আমি। আমরা পরিষ্কার বলে দিয়েছি। আমরা এখন পর্যন্ত ওই সিদ্ধান্তেই আছি।’


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্রকে বিশ্বরাজনীতির মঞ্চ থেকে সরিয়ে আনতে চান ট্রাম্প : বাইডেন কলিং ভিসায় প্রতারণার শিকার প্রবাসী দেশে ফেরার সময় মারা গেলেন চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু ভারতীয় ৫২৭ খাদ্যপণ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ তীব্র তাপদাহের জন্য দায়ী অবৈধ সরকার : মির্জা আব্বাস অনলাইন ক্লাসে যাচ্ছে জবি : বন্ধ থাকবে পরীক্ষা ইউরোপ ও কিরগিজস্তানগামী শ্রমিকদের বহির্গমন ছাড়পত্রে অনিয়ম চুয়েট বন্ধ ঘোষণা : ভিসি অফিসে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তালা এলএনজি ও সার আমদানিসহ ক্রয় কমিটিতে ৮ প্রস্তাব অনুমোদন মাহাথিরের ছেলেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু থাইল্যান্ডে হিটস্ট্রোকে ৩০ জনের মৃত্যু

সকল