২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

হাসান-তাসকিনের পর আইরিশ শিবিরে এবাদতের আঘাত

হাসান-তাসকিনের পর আইরিশ শিবিরে এবাদতের আঘাত - ছবি : সংগৃহীত

ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা আইরিশদের মেরুদণ্ড ভেঙে দিলেন এবাদত হোসেন। হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের পর তিনিও জোড়া আঘাত হানেন আইরিশ শিবিরে। এর মাধ্যমে থামিয়ে দিয়েছেন লরকান টাকার ও কার্টিস ক্যাম্ফারের লড়াকু ৪২ রানের জুটি। ফলে ২০ ওভারে মাত্র ৭৫ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

পাওয়ার প্লেতে মাত্র ২৭ রানে ৪ উইকেট হারানো আয়ারল্যান্ড পঞ্চম উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে। স্বপ্ন দেখিয়েছিলেন লরকান টাকার ও ক্যাম্ফার। এবাদতের এক ওভারে টানা তিন চার হাঁকিয়ে আত্মবিশ্বাসটাও পেয়েছিলেন তারা।

তবে সেই এবাদতই কাল হয়ে দাঁড়ালো তাদের জন্য ১৯তম ওভারে এসে কোনো রান না দিয়েই শেষ দুই বলে ফেরান ৩১ বলে ২৮ রান করে ফেলা টাকার ও সদ্য নামা ডকরেলকে; গোল্ডেন ডাক উপহার দিয়ে স্ট্যাম্প ভেঙে দেন তার।

এর আগে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ মিলে আইরিশদের চেপে ধরে ভেঙে দেন তাদের টপঅর্ডার, তুলে নিয়েছেন চার চারটা উইকেট। তিনজনকেই ফিরিয়েছেন হাসান মাহমুদ, অপরটা তাসকিনের। বিপরীতে পাওয়ার প্লে শেষে মাত্র ২৭ রান যোগ করতে পারে সফরকারীরা।


আরো সংবাদ



premium cement