২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

এবার ৪০০ রান করতে চান ডোনাল্ড, বললেন ইমপ্যাক্ট তৈরি করতে এসেছি

এবার ৪০০ রান করতে চান ডোনাল্ড, বললেন ইমপ্যাক্ট তৈরি করতে এসেছি। - ছবি : সংগৃহীত

এবার ৪০০ রান করতে চান ডোনাল্ড, বললেন ইমপ্যাক্ট তৈরি করতে এসেছি। যেখানে কিছুদিন আগেও প্রতিপক্ষ দেশগুলো বাংলাদেশে আসত স্পিন সামলানোর বিশেষ প্রস্তুতি নিয়ে, সেখানে এখন যেন পেসাররাই দাপট দেখাচ্ছে। উইকেট সংখ্যা কম হোক কিংবা বেশি, প্রতি ম্যাচে গুরুত্বপূর্ণ সময় ব্যাক থ্রু এনে দিচ্ছে, জয়ে বড় অবদান রাখছে। বলা যায়, অনেকটা নীরবেই বাংলাদেশের পেস লাইনআপে বিপ্লব ঘটে গেছে।

দলে যেমন একাধিক মানসম্মত পেসার আছে, তেমনি একাদশেও এখন পেসাররা আধিপত্য দেখাচ্ছে। শুধুই খেলার জন্য খেলা নয়, পারফর্ম করেই দলে থাকতে হয়। কেননা বিকল্প হিসেবে বড় তালিকাই আছে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কাছে। তবে এতে নিজের কোনো কৃতিত্ব দেখছেন না অ্যালান ডোনাল্ড।

শেষ ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলনে এসে ডোনাল্ড বলেন, ‘কোচ হিসেবে আমরা এখানে বাহবা নিতে আসিনি, ইম্প্যাক্ট তৈরি করতে এসেছি। আমি অনেক সাক্ষাৎকারে বলেছি, এখানে শুধু একটা প্রোডাক্ট বিক্রি করতে পারেন। ক্রিকেটাররা সেই প্রোডাটে বিশ্বাস করতে পারে বা অন্তত চেষ্টা করতে পারে। এমনকি তারা আগ্রহী নাও হতে পারে। তবে খুবই ভালো লাগছে, কারণ তারা নতুন এপ্রোচ ও ভাবনার সাথে মানিয়ে নিয়েছে।’

তিনি আরো বলেন, ‘এটা সম্মিলিতভাবে দুর্দান্ত পারফরম্যান্স। এই জমাট মানসিকতার ব্যাপারে অনেকদিন ধরে বলছি। আমার মনে হয় এই দলের মানসিকতা যেভাবে মানিয়ে নিয়েছে, এটা দারুণ। এটা দেখা অসাধারণ, যেভাবে আমরা প্রথম ম্যাচে বল করেছি। সবার ইম্প্যাক্ট ছিল, প্রশ্ন তৈরি করতে পেরেছি, সুযোগও বানিয়েছি।'

এই সময় শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ৪০০ রান সংগ্রহ করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ডোনাল্ড। ডোনাল্ড জোর দিয়েই বলেন, ‘হ্যা, ৪০০ রান করা সম্ভব। অবশ্যই সম্ভব। তবে আমাদের ওই জুটিগুলো আরো বড় করতে হবে, আর ম্যাচটাকে আরো গভীরে নিয়ে যেতে হবে।’

এদিকে সিলেটের মাঠকে দক্ষিণ আফ্রিকার মাঠের সাথে তুলনা করে ডোনাল্ড বলেন, ‘এখানে যে উইকেট, সেটা অনেকটা দক্ষিণ আফ্রিকার উইকেটের মতো। দারুণ বাউন্স। আর রাতে শিশিরের কারণে আরো দ্রুত হয়। দারুণ স্ট্রোক প্লের জন্য আদর্শ এমন উইকেট। আপনি এখানে থিতু হলে ইনিংস বড় করা উচিত।’


আরো সংবাদ



premium cement