২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

টি-টোয়েন্টি দল থেকে বাদ আফিফ-তানভির, নতুন মুখ জাকের-রিশাদ

টি-টোয়েন্টি দল থেকে বাদ আফিফ-তানভির, নতুন মুখ জাকের-রিশাদ - ছবি : সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত ১৪ সদস্যের দলে এসেছে বেশকিছু পরিবর্তন, তবে সবচেয়ে বড় চমক দলে নেই আফিফ হোসেনের নাম।

আফিফ হোসেন ছাড়াও বাদ পড়েছেন আরো ৩ ক্রিকেটার। তারা হলেন উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম ও রেজাউর রহমান রাজা। গত ইংল্যান্ড সিরিজের দলে ছিলেন তারা।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয় তানভীর ইসলামের, ১টি উইকেটও শিকার করেন তিনি। তবে প্রথমবারের মতো দলে ডাক পেলেও একাদশে সুযোগ হয়নি রাজার।

এই চারজনের বদলে দলে যোগ হয়েছেন দু'জন। দু'জন আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মুখ; রিশাদ হোসেন ও জাকের আলী অনিক। দারুণ ফর্মে আছেন জাকের আলী, শেষ বিসিএলে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন তিনি। তাছাড়া লেগ স্পিনার রিশাদ হোসেন অনেকদিন যাবতই দলের অনুশীলনে সময় দিচ্ছেন।

আয়ারল্যান্ড সিরিজের বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড-
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলী অনিক।


আরো সংবাদ



premium cement