১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানের ৩য় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘সিতারা-ই-ইমতিয়াজ’ পাচ্ছেন বাবর

পাকিস্তানের ৩য় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘সিতারা-ই-ইমতিয়াজ’ পাচ্ছেন বাবর - ছবি : সংগৃহীত

পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘সিতারা-ই-ইমতিয়াজ’ পাচ্ছেন দেশটির তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজম। মাতৃভূমির হয়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য আগামী বৃহস্পতিবার (২৩ মার্চ) তাকে এ সম্মাননা দেয়া হবে।

মঙ্গলবার জিও নিউজ জানায়, ওই দিন পাকিস্তান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাবর এ সম্মাননা গ্রহণ করবেন এবং তিনিই হবেন ‘সিতারা-ই-ইমতিয়াজ’ জেতা সবচেয়ে কমবয়সী পাক-ক্রিকেটার।

গত বছরের ১৪ আগস্ট এই পুরস্কারের জন্য বাবর আজমের নাম ঘোষণা করে পাকিস্তান সরকার। সম্প্রতি পুরস্কার দেয়ার দিনক্ষণও ঘোষণা করা হলো।

এতদিন ‘সিতারা-ই-ইমতিয়াজ’ জেতা সবচেয়ে কমবয়সী পাক-ক্রিকেটার ছিলেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।

এর আগে দেশটির চারজন অধিনায়ক এই পুরস্কার জিতেছেন। তারা হলেন- মেসবাহুল হক, ইউনিস খান, শহিদ খান আফ্রিদি ও সরফরাজ আহমেদ।

এছাড়াও, পাকিস্তান ক্রিকেটে অসাধারণ অবদান রাখায় মোহাম্মদ ইউসুফ, সাঈদ আনওয়ার, জাভেদ মিয়াঁদাদ ও ইনজামামুল হক ‘সিতারা-ই-ইমতিয়াজ’ সম্মাননা পেয়েছেন।


আরো সংবাদ



premium cement