২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ভালো অবস্থানে বাংলাদেশ, লিটনের ব্যাটে অর্ধশতক

- ছবি : সংগৃহীত

অর্ধশতক তুলে নিয়েছেন লিটন দাস। ছক্কা মেরে রাজসিক ভঙ্গিতে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ৭ ইনিংস পর অর্ধশতকের দেখা পেয়েছেন লিটন। ৫৪ বলে ২ চার ৩ ছক্কা মেরে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে নিয়েছেন তিনি।

এদিকে সময়ের সাথে সাথে নিজের রেকর্ড সমৃদ্ধ করছেন লিটন দাস। আজ আরো এক ধাপ এগিয়ে নিলেন নিজেকে। আন্তর্জাতিক ওয়ানডেতে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই ব্যাটার। একইসাথে বাংলাদেশের হয়ে নবম সর্বোচ্চ রানের মালিক এখন তিনি। পেছনে ফেলেছেন আফতাব আহমেদকে।

লিটনের অর্ধশতকে ভালো অবস্থানে আছে বাংলাদেশও। পাওয়ার প্লের শেষ বলে অধিনায়ককে হারালেও নাজমুল হোসেন শান্তর সাথে ৭৬ বলে ৭৮ রানের জুটি গড়ে তুলেছেন তিনি। এই মুহূর্তে দলের রান ২৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯। লিটন ৫৮ বলে ৫৯ ও শান্ত অপরাজিত আছেন ৪৩ বলে ৩৪ রানে। এর আগে তামিম ইকবাল আউট হন ৩১ বলে ২৩ রান করে।


আরো সংবাদ



premium cement