২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ম্যাচে ফিরলো বাংলাদেশ, এবাদতের জোড়া উইকেট

জোড়া উইকেট শিকার করেছেন এবাদত - ছবি : সংগৃহীত

ম্যাচে ফিরলো বাংলাদেশ, ভেঙেছে উদ্বোধনী জুটি; পরপর দুই ওভারে ফিরেছেন ওপেনার দু'জনেই, পরের ৩ ওভারে ফিরেছেন আরো দুজন। সব মিলিয়ে ১৫.৩ ওভারে ৭৩ রানে ৪ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড।

প্রথমে ১১.২ ওভারে স্টিফেন ডুহিনিকে মুশফিকুর রহিমের ক্যাচ বানান সাকিব আল হাসান, ভাঙেন বিধ্বংসী হয়ে উঠা ৬০ রানের উদ্বোধনী জুটি৷ অবশ্য দ্বিতীয় উইকেটের দেখা পেতে দেরি করতে হয়নি, আরেক ওপেনার পল স্টার্লিংকে ফেরান এবাদত হোসেন। স্টার্লিং ৩১ বলে ২২ ও ডুহিনি ফেরেন ৩৮ বলে ৩৪ রানে।

১৪তম ওভারে কোনো উইকেট না হারালেও ১৫ ও ১৬তম ওভারে ফের জোড়া উইকেট হারায় আইরিশরা। ১৪.৩ ওভারে হ্যারি টেক্টরকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন এবাদত। পরের ওভারেই আইরিশ অধিনায়ক এন্ড্রু বালবির্নির উইকেট ভাঙেন তাসকিন আহমেদ। ১২ বলে ৫ রান করেন বালবির্নি।

২০৭ বলে এখনো জয়ের জন্য আয়ারল্যান্ডের প্রয়োজন ২৬৬ রান, হাতে আছে ৬ উইকেট। সরল চোখে যা কঠিনই বটে।


আরো সংবাদ



premium cement