২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শান্ত-মিরাজের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ

শান্ত-মিরাজের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ - ছবি : সংগৃহীত

ঘুরে দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। শুরুর চাপ সামলে নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় মিলে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে। দুজনে মিলে জুটি গড়ে ১০ ওভারে ৫৫ রান সংগ্রহ করে দেন দলকে।

তবে ১১তম ওভারের দ্বিতীয় বলেই তৌহিদ হৃদয়ের উইকেট হারায় বাংলাদেশ, ভেঙে যায় ৩১ বলে ২৯ রানের জুটি। অভিষিক্ত রেহান আহমেদের শিকার হবার আগে ১৮ বলে ১৭ রান করেন হৃদয়।

এর আগে দুই ওপেনারের উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে মাত্র ৩২ রান তোলে বাংলাদেশ। ফলে ১১৮ রানের ছোট লক্ষ্যও বড় হতে শুরু করে টাইগারদের জন্যে। ৯ বলে ৯ রান করে স্যাম কারানের বলে লিটন দাস ফিলিপ সল্টের ক্যাচে পরিণত হন। আর পাওয়ার প্লের শেষ ওভারে আর্চারের বলে মইন আলিকে ক্যাচ দেন রনি তালুকদার; ১৪ বলে ৯ রান করেন তিনি।

হৃদয় আউট হবার পর মিরাজের সাথে জুটি গড়েন শান্ত। দুজনে মিলে ২৪ বলে যোগ করেছেন ২৭ রান। এই মুহূর্তে দলের রান ১৪ ওভারে ৩ উইকেটে ৮৩। শান্ত ৩১ বলে ২৬ ও মিরাজ অপরাজিত আছেন ১১ বলে ১২ রানে৷ জয়ের জন্য শেষ ৫ ওভারে প্রয়োজন ৩৫ রান, হাতে ৭ উইকেট।


আরো সংবাদ



premium cement