৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯, ৭ রমজান ১৪৪৪
`

ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বিশ্রামে তাসকিন

তাসকিন আহমেদ। - ছবি : বাসস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের বাকি অংশে খেলবেন না পেসার তাসকিন আহমেদ। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজে পুরোপুরি ফিট তাসকিনকে পেতে এমন সিদ্ধান্ত।

বিপিএলে ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলা তাসকিন গত ৩০ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে হামস্ট্রিং ইনজুরিতে পড়েন।

ম্যাচে ৩ ওভারে ১৪ রান দিয়ে উইকেট শূন্য থাকা তাসকিন বোলিংয়ের কোটা শেষ করার আগেই মাঠ ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের পরামর্শ অনুযায়ী ঢাকা পর্বে দলের হয়ে পরের দুই ম্যাচে খেলেননি তাসকিন।

বিপিএল শেষ চার-এ খেলার আশা আগেই শেষ হয়ে যাওয়ায় তাসকিন পরবর্তী ম্যাচগুলোতে ঢাকার জন্য অপরিহার্য্য নন।

বিসিবির মেডিক্যাল টিমের পরামর্শ অনুযায়ী ইনজুরি থেকে সুস্থ হতে তাসকিনকে দুই সপ্তাহ বিশ্রাম দেয়া হয়েছে।
বিসিবির চিকিৎসকদের মতে, এই ধরনের ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে শুধুমাত্র বিশ্রামই যথেষ্ট।

বিসিবির প্রধান চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী বলেন,‘হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে দুই সপ্তাহ বিশ্রাম দেয়া হয়েছে তাসকিনকে। ইনজুরি খুব বেশি গুরুত্বর নয়। দলের হয়ে বিপিএলের বাকি ম্যাচগুলোতে খেলবেন না তিনি।’

তিনি আরো বলেন, ‘কিছুদিন পরই অনুশীলন শুরু করবে তিনি। আমরা মনে করি আসন্ন ইংল্যান্ড সিরিজ খেলতে তার কোনো সমস্যা নেই।’

আগামী মাসে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

চলমান বিপিএলে নিজ দল ঢাকার পারফরমেন্স খারাপ হলেও, বল হাতে দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখেন তাসকিন। দেশের সেরা বোলার হিসেবে নিজেকে আবারো প্রমাণ করেছেন তিনি।

এবারের মৌসুমে ৯ ম্যাচে ১০ উইকেট নেন তাসকিন। কবে তার ৬ দশমিক ০২ ইকোনমি রেট চোখে পড়ার মতো ছিল। ব্যাটিং-বান্ধব উইকেটে তাসকিনকে সামলাতে হিমশিম খেতে হয়েছে ব্যাটারদের।

খুলনা টাইগার্সের বিপক্ষে এ ম্যাচে বল হাতে সেরা পারফরমেন্স করেন তাসকিন। মাত্র ১০৮ রানের পুঁজি নিয়ে খেলতে নেমে ৯ রানে ৪ উইকেট নেন তিনি। তাসকিনের বিধ্বংসী বোলিংয়ে খুলনার বিপক্ষে ২৪ রানে জয় পায় ঢাকা।

সূত্র : বাসস


আরো সংবাদ


premium cement
‘কেউ আমাকে ছুঁতেও পারবে না’ : পুলিশকে চ্যালেঞ্জ খালিস্তানি নেতার রাশিয়ার কাছ থেকে আরো বেশি তেল কিনবে ভারত রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত হাফিজুরের হ্যাটট্রিক উত্তরায় সড়ক অবরোধ করে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ তা’মীরুল মিল্লাত মাদরাসায় এতিম মেয়েদের মাঝে ফুডপ্যাকেজ বিতরণ দরিদ্র রোগীদের চিকিৎসায় জাকাতের টাকা গণস্বাস্থ্যে দানের আহ্বান ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার পরাজয়ের ৭ কারণ র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যু বাংলাদেশ-মার্কিন সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না : মোমেন ‘আর্থিক সীমাবদ্ধতায়’ এশিয়ান বাছাইপর্ব থেকে ছিটকে পড়ল বাংলাদেশ নারী ফুটবল সরকারি সফরে নৌবাহিনী প্রধানের চীন গমন

সকল