২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

দেশীয় ক্রিকেটারদের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুললেন সালাউদ্দিন

দেশীয় ক্রিকেটারদের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুললেন সালাউদ্দিন - ছবি : সংগৃহীত

দেশীয় ক্রিকেটারদের উপর প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। স্থানীয় ক্রিকেটারদের কড়া সমালোচনা করেছেন তিনি। একরকম তুলোধুনা করেছেন। প্রশ্ন তুলেছেন তাদের কাণ্ডজ্ঞান ও সামর্থ্য নিয়েও।

দেশীয় ক্রিকেটারদের পারফরম্যান্সে হতাশ সালাউদ্দিন। কারণটাও অবশ্য জানা, এক লিটন দাস ছাড়া দেশীয় ক্রিকেটারদের কেউই তেমন পারফর্ম করতে পারছেন না। পার্থক্য গড়তে পারছেন না ম্যাচে। কিছু ম্যাচে ভালো করলেও বাকি সময় তাদের পারফরম্যান্স গড়পড়তা।

গতকালও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় পায় কুমিল্লা। চট্টগ্রামের ১৫৬ রান টপকাতে গিয়ে কুমিল্লা জয় পায় মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে। ৪৭ বলে ৬১ রান করে দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। অথচ ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি সৈকত আলি, ইমরুল কায়েসরা। দু’জনেই ফেরেন দৃষ্টিকটু শট খেলে।

তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে একঝাঁক আক্ষেপ ঝরলো সালাউদ্দিনের কণ্ঠে। তিনি বলেন, 'দেশীয় খেলোয়াড়দের কাছে আমি একটা সামান্য কাণ্ডজ্ঞান চাই, যেন একটা কমনসেন্স থাকে। তাদের আসলে কাণ্ডজ্ঞান আছে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। বিশেষ করে আমাদের ছেলেরা ক্রিকেট নিয়ে চিন্তা করে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ।'

কেন এমন দাবি করলেন সালাউদ্দিন, তা পরের কথাগুলো থেকেই পরিস্কার। তিনি বলেন, ‘আপনি যদি ১৫ বছর ধরে মিরপুরে ঘরোয়া ক্রিকেট খেলেন, আপনি তো জানেন যে আপনার আসলে কী করতে হবে। সে কমনসেন্স যদি আপনার না থাকে তাহলে আসলে আমি হতাশ।'

সালাউদ্দিন যোগ করেন, ‘আমাদের দেশে অনেকে হয়তো মাথা দিয়ে খেলে, তবে বেশিরভাগই মাথা ছাড়া খেলে। আল্লাহ মিলিয়ে দেন দেখে যদি প্রশ্ন কমন পড়ে যায় সেদিন ভালো খেলে, না হয় ভালো খেলে না। খুবই হতাশাজনক। আপনি যখন ১০-১২ বছর ক্রিকেট খেলছেন তখন সামান্য কমনসেন্স থাকা উচিত কখন কী করতে হবে।'


আরো সংবাদ



premium cement

সকল