৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯, ৭ রমজান ১৪৪৪
`

কাকরাইল মসজিদে উলামাদের সাথে রিজওয়ান-হাসান আলি

কাকরাইল মসজিদে উলামাদের সাথে রিজওয়ান-হাসান আলি - ছবি : সংগৃহীত

মোহাম্মদ রিজওয়ানের ধর্মপ্রীতির কথা কার না জানা! ক্রিকেটের বাইশগজের গণ্ডিও হতে পারেনি তার ধর্ম চর্চায় বাধা। ইসলামকে যিনি ধারণ করে থাকেন মনেপ্রাণে, ধর্মীয় রীতিনীতিতে শ্রদ্ধাশীল থাকেন সদা-সময়ে। যেখানেই সুযোগ মেলে ইসলামকে জানতে চান, জানাতে চান। এবার বাংলাদেশ তাবলীগের কেন্দ্রীয় কাককরাইল মসজিদেও দেখা মিললো তার।

রিজওয়ানের ধর্মপ্রীতি অনেকের জন্যই আদর্শস্বরূপ। যখন যেখানে যেভাবে সুযোগ পান, প্রভুর সান্নিধ্যে সময় কাটান। অন্যরা যখন খোশগল্পে মাশগুল, বিপরীত তখন রিজওয়ান। মাঠে কিংবা ঘাটে, সময় হলেই নামাজে দাঁড়িয়ে যান। সুযোগ হলেই পাঠ করেন পবিত্র কোরআন। তবে যেই বিষয়টা বরাবরই নজর কাড়ে, তা হলো সদা হাসিমুখ। কঠিণ সময়েও হাসিমুখে কথা বলেন প্রতিপক্ষের সাথেও।

আর যেখানেই যান চেষ্টা করেন ইসলামকে জানার কিংবা অন্যকে জানানোর। এই যেমন গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ চলাকালীন সময়ে রিজওয়ানকে দেখা যায় মসজিদের মিম্বরে ইসলামের শাশ্বত বাণী পৌঁছে দিতে। অন্যদের নিকট ইসলামের সৌন্দর্য বর্ণনা করছিলেন তিনি।

এবার রিজওয়ানকে দেখা গেল বাংলাদেশের তাবলীগের কেন্দ্রীয় মসজিদ হিসেবে খ্যাত ঢাকার ঐতিহ্যবাহী কাকরাইল মসজিদে। তবে ভূমিকাটা ভিন্ন, এবার ছাত্ররূপে দেখা গেল তাকে। তার সঙ্গী ছিল আরেক পাকিস্তানি ক্রিকেটার হাসান আলি। যেখানে দু’জনে মিলে আলেম-উলামাদের সান্নিধ্যে সময় কাটান। এই বাংলাদেশ তাবলীগের অন্যতম শূরা সদস্য হযরত মাওলানা ওমর ফারুক সাহেবের সাথে সাক্ষাৎ করে দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, মোহাম্মদ রিজওয়ান ও হাসান আলি উভয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন। উভয়েই খেলছেন তিনবারের বিপিএল শিরোপাজয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। যদিও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ডাক আসায় অল্প কয়েক দিনের মাঝেই বাংলাদেশ ছেড়ে যাবেন তারা।


আরো সংবাদ


premium cement
সুলতানার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হয়েছে : আইনমন্ত্রী সাংবাদিক শামসের বিরুদ্ধে আরো মামলা হচ্ছে বলে শুনেছি : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে ছাত্রলীগ নেতাকে নির্যাতন : আ'লীগ নেতার বিচার দাবি কলারোয়ায় বাসে চাকায় পিষ্ট হয়ে সাইকেলচালক নিহত আইনের শাসন ফিরিয়ে আনার জন্য আমাদের এই আন্দোলন : মির্জা ফখরুল পরকীয়ার জেরে সিএনজিচালককে পিটিয়ে হত্যা পলাশে কাভার্ডভ্যানের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৪ শ্রীপুরে ট্রাকের চাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত ফরিদপুরে শিলাবৃষ্টিতে পেঁয়াজের ব্যাপক ক্ষয়ক্ষতি, কৃষকের মাথায় হাত সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু রাজশাহীতে বৈদ্যুতিক তারে ঝলসে ট্রাকচালকের মৃত্যু

সকল