২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল, সূচিতে পরিবর্তন

বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল - ছবি : সংগৃহীত

পিছিয়ে গেল ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। পরিবর্তন এসেছে তাদের সূচিতে। নতুন সূচি অনুযায়ী ২০ ফেব্রুয়ারির পরিবর্তে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে ইংলিশরা। তবে সিরিজ শুরু হবে নির্ধারিত সময়েই। ২০১৬ সালের পর এবারই প্রথম বাংলাদেশে আসছে থ্রি লায়ন্সরা।

রোববার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘ইংল্যান্ড ২০ ফেব্রুয়ারি আসছে না। প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ায় তারা ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে। এ ছাড়া সূচিতে আর কোনো পরিবর্তন আসেনি। ১ মার্চ থেকে শুরু হবে দ্বিপক্ষীয় সিরিজটি।’

নির্ধারিত সময়ে ইংল্যান্ড দল বাংলাদেশে না আসায় বাদ পড়েছে সিরিজ পূর্ববর্তী দুটি প্রস্তুতি ম্যাচ। মূলত, ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার পর সিলেটে ২৪ ও ২৬ ফেব্রুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা ছিল ইংল্যান্ডের। তবে সূচি পরিবর্তন হওয়ায় ভেস্তে গেল প্রস্তুতি পর্ব।

বিষয়টি নিয়ে জালাল ইউনুস বলেন, ‘আমরা সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা করেছিলাম। সিলেটে অনুষ্ঠিত হবার কথা ছিল তা। কিন্তু ইংল্যান্ড দল এখন শুধু আনুষ্ঠানিক ম্যাচগুলো খেলতে চাচ্ছে। ফলে কোনো প্রস্তুতি ম্যাচ এবার হচ্ছে না।’

বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের সূচি-

১ম ওয়ানডে: ১ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
২য় ওয়ানডে: ৩ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
৩য় ওয়ানডে: ৬ মার্চ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।

বাংলাদেশ-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সূচি-

১ম টি-টোয়েন্টি: ৯ মার্চ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
২য় টি-টোয়েন্টি: ১২ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
৩য় টি-টোয়েন্টি: ১৪ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।


আরো সংবাদ



premium cement