কুমিল্লাকে ১৬৫ রানেই বেঁধে ফেললো খুলনা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ জানুয়ারি ২০২৩, ১৫:২৭, আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩, ১৭:৩৫

উইকেট ধরে রেখেও সংগ্রহ বাড়াতে ব্যর্থ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাত্র ২ উইকেট হারালেও ১৬৫ রানেই থেমেছে তাদের ইনিংস। অর্ধশতকের দেখা পেয়েছেন লিটন কুমার দাস ও মোহাম্মদ রিজওয়ান।
শনিবার টস হেরে ব্যাট করতে নেমে কুমিল্লাকে দারুণ শুরু এনে দেয় উদ্বোধনী জুটি। লিটন দাস আর মোহাম্মদ রিজওয়ান মিলে যোগ করেন ৬৫ রান। তবে আসরের দ্বিতীয় অর্ধশতক ছুঁয়ে বিদায় নেন লিটন দাস। রান পেলেও স্বরূপে ছিলেন না লিটন, ৯ চারে ৪২ বলে ৫০ রান করে আউট হন তিনি।
দলের রানের গতি বাড়ানোর দায়িত্বটা নিয়ে নেন ওয়ানডাউনে নামা জনসন চার্লস। রিজওয়ানের সাথে দ্বিতীয় উইকেট জুটিতে স্কোরবোর্ডে যোগ করেন ৩৯ বলে ৬০ রান। জুটি ভাঙে চার্লস ২২ বলে ৫ ছক্কায় ৩৯ করে বিদায় নিলে। তবে তখনো একপ্রান্ত আগলে খেলতে থাকেন রিজওয়ান।
১৯তম ওভারে এসে অর্ধশতক তুলে নেন রিজওয়ানও, ৪২ বলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ৪৭ বলে ৫৪ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান, সঙ্গী খুশদিল শাহ করেন ১১ বলে ১৩ রান। সুবাদে ২ উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খুলনার হয়ে একটি করে উইকেট নেন ওয়াহাব রিয়াজ ও নাহিদুল ইসলাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা