টস হেরে ব্যাট করতে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ জানুয়ারি ২০২৩, ১৩:৩৫, আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩, ১৫:৫০

বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স। যেখানে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত খুলনার অধিনায়ক ইয়াসির আলী রাব্বির।
এবারের আসরে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে দুই দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।
জানা গেছে, দুই দলের একাদশেই আছে একটি করে পরিবর্তন। চোট কাটিয়ে মুস্তাফিজুর রহমান ফিরেছেন কুমিল্লার একাদশে। অন্যদিকে আহমাদ বাট বসিয়ে দিয়েছে খুলনা টাইগার্স। একাদশে এসেছেন এন্ড্রু বালবির্নি।
খুলনা একাদশ : তামিম ইকবাল, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয়, শাইহোপ, ওয়াহাব রিয়াজ, আজম খান, মোহাম্মদ সাইফুদ্দীন, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, এন্ড্রু বালবির্নি, নাহিদ রানা।
কুমিল্লা একাদশ : ইমরুল কায়েস, লিটন দাস, মোসাদ্দেক সৈকত, খুশদিল শাহ, জনসন চার্লস, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান, মুকিদুল ইসলাম, জাকের আলি, তানভীর ইসলাম, নাসিম শাহ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা