২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মাশরাফির সিলেটকে হটিয়ে শীর্ষস্থান দখলে নিল সাকিবের বরিশাল

মাশরাফির সিলেটকে হটিয়ে শীর্ষস্থান দখলে নিল সাকিবের বরিশাল - ছবি : সংগৃহীত

সিলেটে এসে সিলেট স্ট্রাইকার্সের যেন শনির দশা লেগেছে। প্রথমে রংপুর রাইডার্সের কাছে নিজেদের মাঠেই অসহায় আত্মসমর্পণ, এবার ছেড়ে দিতে হলো পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। আজ চট্টগ্রামের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে উঠে এসেছে ফরচুন বরিশাল।

এবারের আসরে প্রথমবারের মতো অদলবদল হলো শীর্ষস্থান। আসরের প্রথম ম্যাচ থেকেই পয়েন্ট টেবিলে শ্রেষ্ঠত্ব ধরে রেখে খেলে আসছিল সিলেট স্ট্রাইকার্স। টানা পাঁচ ম্যাচে জয় নিয়ে অনেকটাই অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল মাশরাফি বাহিনী। তবে ষষ্ঠ ম্যাচে হেরে গেলে ফরচুন বরিশাল নিঃশ্বাস ফেলছিল তাদের ঘাড়ে। যদিও সপ্তম ম্যাচে সেই ফরচুন বরিশালকে হারিয়েই শীর্ষস্থান মজবুত করে সিলেট।

তবে আজ রংপুর রাইডার্সের কাছে শোচনীয়ভাবে হারের পর নড়বড়ে হয়ে উঠে তাদের সিংহাসন। আর সদ্য শেষ হওয়া ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৩ উইকেটে হারিয়ে এবার সিলেটকে সরিয়ে শীর্ষস্থানের সিংহাসন দখলে নিল সাকিবের বরিশাল।

যদিও বরিশালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিলেট, দুই দলের পয়েন্টও সমান। দুই দলই সমান ৮টি করে ম্যাচ খেলে জিতেছে ছয়টিতে। তবে রানরেটের মারপ্যাঁচে আসরে প্রথমবারের মতো শীর্ষস্থান থেকে পদচ্যুত হলো সিলেট। সেই জায়গায় উঠে এসেছে ফরচুন বরিশাল।

এক নজরে পয়েন্ট টেবিল-
ফরচুন বরিশাল : ৮ ম্যাচে ৬ জয় ও ২ হার, ১০ পয়েন্ট।
সিলেট স্ট্রাইকার্স : ৮ ম্যাচে ৬ জয় ও ২ হার, ১২ পয়েন্ট।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হার, ৮ পয়েন্ট।
রংপুর রাইডার্স : ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হার, ৮ পয়েন্ট।
খুলনা টাইগার্স : ৬ ম্যাচে ২ জয় ও ৪ হার, ৪ পয়েন্ট।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ৮ ম্যাচে ২ জয় ও ৬ হার, ৪ পয়েন্ট।
ঢাকা ডমিনেটর্স : ৮ ম্যাচে ২ জয় ও ৬ হার, ৪ পয়েন্ট।


আরো সংবাদ



premium cement
আবাহনী-মোহামেডান ম্যাচে মারামারি, মাঠ ছেড়ে উঠে গেল সাদা-কালোরা কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী

সকল