৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯, ৭ রমজান ১৪৪৪
`

মাশরাফির সিলেটকে হটিয়ে শীর্ষস্থান দখলে নিল সাকিবের বরিশাল

মাশরাফির সিলেটকে হটিয়ে শীর্ষস্থান দখলে নিল সাকিবের বরিশাল - ছবি : সংগৃহীত

সিলেটে এসে সিলেট স্ট্রাইকার্সের যেন শনির দশা লেগেছে। প্রথমে রংপুর রাইডার্সের কাছে নিজেদের মাঠেই অসহায় আত্মসমর্পণ, এবার ছেড়ে দিতে হলো পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। আজ চট্টগ্রামের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে উঠে এসেছে ফরচুন বরিশাল।

এবারের আসরে প্রথমবারের মতো অদলবদল হলো শীর্ষস্থান। আসরের প্রথম ম্যাচ থেকেই পয়েন্ট টেবিলে শ্রেষ্ঠত্ব ধরে রেখে খেলে আসছিল সিলেট স্ট্রাইকার্স। টানা পাঁচ ম্যাচে জয় নিয়ে অনেকটাই অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল মাশরাফি বাহিনী। তবে ষষ্ঠ ম্যাচে হেরে গেলে ফরচুন বরিশাল নিঃশ্বাস ফেলছিল তাদের ঘাড়ে। যদিও সপ্তম ম্যাচে সেই ফরচুন বরিশালকে হারিয়েই শীর্ষস্থান মজবুত করে সিলেট।

তবে আজ রংপুর রাইডার্সের কাছে শোচনীয়ভাবে হারের পর নড়বড়ে হয়ে উঠে তাদের সিংহাসন। আর সদ্য শেষ হওয়া ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৩ উইকেটে হারিয়ে এবার সিলেটকে সরিয়ে শীর্ষস্থানের সিংহাসন দখলে নিল সাকিবের বরিশাল।

যদিও বরিশালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিলেট, দুই দলের পয়েন্টও সমান। দুই দলই সমান ৮টি করে ম্যাচ খেলে জিতেছে ছয়টিতে। তবে রানরেটের মারপ্যাঁচে আসরে প্রথমবারের মতো শীর্ষস্থান থেকে পদচ্যুত হলো সিলেট। সেই জায়গায় উঠে এসেছে ফরচুন বরিশাল।

এক নজরে পয়েন্ট টেবিল-
ফরচুন বরিশাল : ৮ ম্যাচে ৬ জয় ও ২ হার, ১০ পয়েন্ট।
সিলেট স্ট্রাইকার্স : ৮ ম্যাচে ৬ জয় ও ২ হার, ১২ পয়েন্ট।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হার, ৮ পয়েন্ট।
রংপুর রাইডার্স : ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হার, ৮ পয়েন্ট।
খুলনা টাইগার্স : ৬ ম্যাচে ২ জয় ও ৪ হার, ৪ পয়েন্ট।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ৮ ম্যাচে ২ জয় ও ৬ হার, ৪ পয়েন্ট।
ঢাকা ডমিনেটর্স : ৮ ম্যাচে ২ জয় ও ৬ হার, ৪ পয়েন্ট।


আরো সংবাদ


premium cement
পরকীয়ার জেরে সিএনজিচালককে পিটিয়ে হত্যা পলাশে কাভার্ডভ্যানের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৪ শ্রীপুরে ট্রাকের চাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত ফরিদপুরে শিলাবৃষ্টিতে পেঁয়াজের ব্যাপক ক্ষয়ক্ষতি, কৃষকের মাথায় হাত সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু রাজশাহীতে বৈদ্যুতিক তারে ঝলসে ট্রাকচালকের মৃত্যু সার্ভার জটিলতায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ ঈদের আগে ও পরে ৩ দিন সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে বগুড়া জিয়া মেডিক্যালে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে ৫টি রুম ভাংচুর, আহত ৮ স্বাধীনতাকে কটাক্ষ করা কি অপরাধ নয়, প্রশ্ন তথ্যমন্ত্রীর ‘রমজান কোথায় কাটাতে চান?’- আলজাজিরার এই প্রশ্নে যে উত্তর দিলেন বেশিরভাগ পাঠক

সকল