২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মাশরাফির সিলেটকে হটিয়ে শীর্ষস্থান দখলে নিল সাকিবের বরিশাল

মাশরাফির সিলেটকে হটিয়ে শীর্ষস্থান দখলে নিল সাকিবের বরিশাল - ছবি : সংগৃহীত

সিলেটে এসে সিলেট স্ট্রাইকার্সের যেন শনির দশা লেগেছে। প্রথমে রংপুর রাইডার্সের কাছে নিজেদের মাঠেই অসহায় আত্মসমর্পণ, এবার ছেড়ে দিতে হলো পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। আজ চট্টগ্রামের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে উঠে এসেছে ফরচুন বরিশাল।

এবারের আসরে প্রথমবারের মতো অদলবদল হলো শীর্ষস্থান। আসরের প্রথম ম্যাচ থেকেই পয়েন্ট টেবিলে শ্রেষ্ঠত্ব ধরে রেখে খেলে আসছিল সিলেট স্ট্রাইকার্স। টানা পাঁচ ম্যাচে জয় নিয়ে অনেকটাই অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল মাশরাফি বাহিনী। তবে ষষ্ঠ ম্যাচে হেরে গেলে ফরচুন বরিশাল নিঃশ্বাস ফেলছিল তাদের ঘাড়ে। যদিও সপ্তম ম্যাচে সেই ফরচুন বরিশালকে হারিয়েই শীর্ষস্থান মজবুত করে সিলেট।

তবে আজ রংপুর রাইডার্সের কাছে শোচনীয়ভাবে হারের পর নড়বড়ে হয়ে উঠে তাদের সিংহাসন। আর সদ্য শেষ হওয়া ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৩ উইকেটে হারিয়ে এবার সিলেটকে সরিয়ে শীর্ষস্থানের সিংহাসন দখলে নিল সাকিবের বরিশাল।

যদিও বরিশালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিলেট, দুই দলের পয়েন্টও সমান। দুই দলই সমান ৮টি করে ম্যাচ খেলে জিতেছে ছয়টিতে। তবে রানরেটের মারপ্যাঁচে আসরে প্রথমবারের মতো শীর্ষস্থান থেকে পদচ্যুত হলো সিলেট। সেই জায়গায় উঠে এসেছে ফরচুন বরিশাল।

এক নজরে পয়েন্ট টেবিল-
ফরচুন বরিশাল : ৮ ম্যাচে ৬ জয় ও ২ হার, ১০ পয়েন্ট।
সিলেট স্ট্রাইকার্স : ৮ ম্যাচে ৬ জয় ও ২ হার, ১২ পয়েন্ট।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হার, ৮ পয়েন্ট।
রংপুর রাইডার্স : ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হার, ৮ পয়েন্ট।
খুলনা টাইগার্স : ৬ ম্যাচে ২ জয় ও ৪ হার, ৪ পয়েন্ট।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ৮ ম্যাচে ২ জয় ও ৬ হার, ৪ পয়েন্ট।
ঢাকা ডমিনেটর্স : ৮ ম্যাচে ২ জয় ও ৬ হার, ৪ পয়েন্ট।


আরো সংবাদ



premium cement
গাজায় সাহায্য বাড়াতে ইসরাইলকে নির্দেশ আইসিজের দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ বস্ত্র-পাট খাতে চীনের বিনিয়োগ চায় বাংলাদেশ জামালপুরে সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি মামলায় আ’লীগ নেতা গ্রেফতার গাজায় অনাহার যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ ‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা বছরে পৌনে ৩ লাখ মানুষের মৃত্যু দূষণে

সকল