২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ওয়েস্ট ইন্ডিজ দলের পারফরমেন্স মেন্টর লারা

ওয়েস্ট ইন্ডিজ দলের পারফরমেন্স মেন্টর লারা - ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের পারফরমেন্স মেন্টরের দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ব্রায়ান লারা।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লুআই) এক বিবৃতিতে জানিয়েছে, খেলোয়াড়দের কৌশলগত পরামর্শ দেয়া ও তাদের খেলার ক্রিকেটজ্ঞান উন্নতির জন্য কাজ করবেন লারা। পাশাপাশি আইসিসি বিশ্বকাপ টুর্নামেন্টের কৌশলগত পরিকল্পনায় ক্রিকেট পরিচালক (জিমি এডামস) ও অন্যান্য কোচকে সহায়তা করবেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে নতুন দায়িত্ব পেয়ে খুশি লারা। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে খেলোয়াড় ও কোচদের সাথে সময় কাটানো এবং সিডব্লুরআইয়ের সাথে আলোচনা শেষে বিশ্বাস জন্মেছে, খেলোয়াড়দের মানসিক দৃষ্টিভঙ্গি ও তাদের কৌশলগুলোকে আরো সফল করতে সাহায্য করতে পারবো আমি।’

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়ে নতুন দায়িত্ব শুরু করবেন লারা। ইতোমধ্যে জিম্বাবুয়েতে দলের সাথে যোগ দিয়েছেন তিনি। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে বুলাওয়েতে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দারাবাদের কোচ হয়ে কাজ করছেন লারা।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement