১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

বড় সংগ্রহের পথে ভারত

বড় সংগ্রহের পথে ভারত - ছবি : নয়া দিগন্ত

বড় সংগ্রহের লক্ষ্যে এগিয়ে চলছে ভারত। একাদশে সুযোগ পেয়েই নিজের ব্যাটিং শিল্পের প্রদর্শনী করছেন ইশান কিশান।

বাংলাদেশী বোলারদের উপর আধিপত্য বিস্তার করেই শতক তুলে নিয়েছেন ভারতীয় এই ব্যাটসম্যান। মাত্র ৮৫ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছে গেছেন তিনি।

ইশানকে যোগ্য সঙ্গই দিচ্ছেন বিরাট কোহলি। মাত্র এক রানে জীবন পাওয়া কোহলিও ছুটছেন ইশানের সাথে পাল্লা দিয়ে। লিটন দাসের হাতে বিরাট কোহলি জীবন না পেলে হয়তো এত ভালো অবস্থানে থাকত না ভারত।

কোহলির সাথে জীবন পেয়েছেন ইশানও। সীমানার কাছে সাকিব আল হাসান লাফ দিয়ে বল হাতে বসালেও শেষ পর্যন্ত আর হাতে বল জমিয়ে রাখতে পারেননি।

অবশ্য প্রথম উইকেটের দেখা পেতে বেশি সময় লাগেনি বাংলাদেশের। দলীয় পঞ্চম ওভারেই মেহেদী মিরাজ ফিরিয়ে দেন শিখর ধাওয়ানকে। তবে এরপরই জমে উঠে কিশান-কোহলির জুটি। ১২৫ বলে ১৫৬ রানের হার না মানা জুটি গড়ে এখনো দলকে টেনে নিচ্ছেন দু‘জনে। ২৫ ওভার শেষে দলের রান এক উইকেটে ১৭০। ইশান কিশান ১১৪ ও বিরাট কোহলি অপরাজিত আছেন ৪৭ রানে।


আরো সংবাদ



premium cement

সকল