২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশের কাছে হার, চাকরি হারাচ্ছেন দ্রাবিড়!

রাহুল দ্রাবিড় - ছবি : সংগৃহীত

বাংলাদেশের কাছে প্রথম একদিনের ম্যাচে পরাজয়ের জের ধরে চাকরি হারাতে পারেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।

ভারতীয় সূত্রের খবর, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার সিনিয়র দলের সব সদস্য বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজে প্রথম বারের মতো ২২ গজে ফিরেছে। দলের সিনিয়র খেলোয়াড়দের বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে খেলতেও দেখা গেছে। এমনকি কোচ রাহুল দ্রাবিড়ও একই সিরিজে ফের কোচ হিসেবে দলের সাথে যোগ দিয়েছেন। তবে প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে এক উইকেটে হারতে হয়েছে ভারতকে। তাও জঘন্য ব্যাটিং পারফরম্যান্সের খেসারত দিতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এই হারের ধাক্কার মাঝেই টিম ইন্ডিয়ার শিবিরে পরিবর্তনের গন্ধ। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শিগগিরই দলে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

রাহুলকে সরানো হতে পারে

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) টি-টোয়েন্টি দলের জন্য আলাদা কোচ নিয়োগের কথা ভাবছে। এর অর্থ প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেয়া হতে পারে। বোর্ডের একটি সূত্রের মতে, জানুয়ারিতে ভারতীয় টি-টোয়েন্টি দলের জন্য নতুন কোচিং সেট-আপ ঘোষণা করা হতে পারে। একইসাথে জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। বিসিসিআইয়ের একজন কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে জানিয়েছেন যে বোর্ড টি-টোয়েন্টি দলের জন্য নতুন কোচ নিয়োগ করতে আগ্রহী।

বড় তথ্য দিলেন বিসিসিআই কর্মকর্তা

বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে পরিষ্কার বলে দিয়েছেন, ‘আমরা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছি। রাহুল দ্রাবিড় বা কারো ক্ষমতার ওপর সন্দিহান নয়। তবে ঠাঁসা- সূচির সাথে মানিয়ে নেয়ার জন্য এবং টি-টোয়েন্টিতে বিশেষজ্ঞ কাউকে বোর্ড আনতে চাইছে। টি-টোয়েন্টি এখন ভিন্ন ধরনের খেলা। ঠাঁসা সূচি এূং নিয়মিত ইভেন্ট খেলার জন্য আমাদেরও পরিবর্তন করতে হবে। আমি নিশ্চিত করতে পারি যে, ভারত শিগগিরই একটি নতুন টি-টোয়েন্টি কোচিং সেট আপ করবে।’

কবে চূড়ান্ত হবে নতুন টি-টোয়েন্টি কোচ

টিম ইন্ডিয়ার নতুন টি-টোয়েন্টি কোচ নিয়ে কথা বলতে গিয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘এখন পর্যন্ত কাউকে বাছাই করা হয়নি। কবে নাগাদ করা হবে, আমরা নিশ্চিত নই। তবে আমরা নিশ্চিত যে টি-টোয়েন্টি সেট-আপে ভারতের নতুন পদ্ধতির প্রয়োজন। জানুয়ারির আগে আমরা নতুন অধিনায়ক ঘোষণা করব। আরো নতুন কোচ আসতে পারে, কিন্তু আমি বলেছি কিছুই চূড়ান্ত নয়।’
সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement