১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সাকিবের ঘূর্ণিতে কোণঠাসা ভারত

সাকিবের ঘূর্ণিতে বিধ্বস্ত ভারত - ছবি : সংগৃহীত

আরো একবার জ্বলে উঠলেন সাকিব আল হাসান, আর তাতেই নাস্তানুবাদ ভারত। সিরিজের প্রথম ওয়ানডেতে সাকিবের শিকার ৫ উইকেট। সাকিব ঘূর্ণিতে ৮ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৬৭ রান।

আজকের ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম থেকেই বিরতি দিয়ে উইকেট পড়তে থাকে ভারতের।

প্রথমেই মেহেদী হাসান মিরাজ ভেঙে দেয় ভারতের উদ্বোধনী জুটি। শিখর ধাওয়ানকে বোল্ড করে সাজঘরে পাঠান তিনি। আউট হবার আগে ধাওয়ানের ব্যাটে এসেছে ১৭ বলে ৭ রান।

এর পরেই সাকিবের চমক। বোলিংয়ে এসে দ্বিতীয় বলে বোল্ড করে সাজঘরে পাঠান রোহিত শর্মাকে। এর এক বল পরেই লিটনের দুর্দান্ত ক্যাচে ফেরেন বিরাট কোহলি। আউট হবার আগে রোহিত শর্মা ৩১ বলে ২৭ ও কোহলি করেন ১৫ বলে ৯ রান।

৪৯ রানে ৩ উইকেট হারানো দলকে জুটি গড়ে এগিয়ে নিচ্ছিলেন শ্রেয়াস আইয়ার আর লোকেশ রাহুল। তাদের ৫৬ বলে ৪৩ রানের জুটিটি অবশেষে ভাঙেন এবাদত হোসেন।

২০তম ওভারের শেষ বলে এবাদতের শর্ট ডেলিভারি পুল করতে গিয়ে বল সোজা আকাশে তুলে দেন আইয়ার (২৪)। উইকেটরক্ষক মুশফিকুর রহিম নেন সহজ ক্যাচ। এক শ’র আগে (৯২ রানে) ভারত হারায় ৪ উইকেট।

এর পরে ভারতকে টেনে তুলছিলেন লোকেশ রাহুল আর সুন্দর। ৭৫ বলে তারা ৬০ রান যোগ করে দেন দলের জন্য। অবশেষে এই জুটিটি সাকিব ভেঙেছেন সুন্দরকে সাজঘরে ফিরিয়ে। রিভার্স সুইপ করতে গিয়ে পয়েন্টে এবাদতের ক্যাচ হন সুন্দর (১৯)।

এরপরের ওভারে এবাদত নিজেই আঘাত হানেন। এবার তাকে সাহায্য করেন সাকিব। শাহবাজের (০) একদম নিচু হয়ে যাওয়া ক্যাচ কভারে দারুণ দক্ষতায় তালুবন্দী করেন। তার পরের ওভারে সাকিব বোল্ড করে ফেরান শার্দুল ঠাকুরকেও (২)। এর ২ বল পরে আবারো সাকিবের আঘাত। দিপক চাহারকে এলভির ফাঁদে ফেলেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের দলীয় রান ৩৮ ওভারে ১৬৭/৮। ৬ বলে ৩ রানে অপরাজিত সিরাজ। লোকেশ রাহুল আছেন ৬৫ বলে ৬৩ রানে।


আরো সংবাদ



premium cement
নেতানিয়াহুসহ ইসরাইলি মন্ত্রীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে আইসিসি! ঢাকায় কাতারের আমিরের নামে সড়ক ও পার্ক তেহরানের প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হামলায় কোনো ক্ষতি হয়নি : ইরানি কমান্ডার ইরানের পরমাণু কর্মসূচির ‘কেন্দ্র’ ইস্ফাহান : সাবেক মার্কিন কর্মকর্তা মিয়ানমারের বিজিপির আরো ১৩ সদস্য বাংলাদেশে রুমায় অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজারকে চট্টগ্রামে বদলি দুবাইয়ে বন্যা অব্য়াহত, বিমানবন্দর আংশিক খোলা ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

সকল