২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

বোলিংয়ে এসেই রোহিত-কোহলিকে সাজঘরে পাঠালেন সাকিব

সাকিব আল হাসান - ছবি : সংগৃহীত

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এখন শুধু সাকিব-সাকিব রব। দর্শকদের এ রবের পেছনের কারণটাও কম কিছুর জন্য নই, বোলিংয়ে এসেই সাকিব আল হাসান সাজঘরে পাঠিয়েছেন রোহিত-কোহলিকে।

এ নিয়ে তৃতীয় উইকেটের দেখা পেল বাংলাদেশ। প্রথমেই মেহেদী হাসান মিরাজ ভেঙে দেয় ভারতের উদ্বোধনী জুটি। শিখর ধাওয়ানকে বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন তিনি। আউট হবার আগে ধাওয়ানের ব্যাটে এসেছে ১৭ বলে ৭ রান।

এর পরেই সাকিবের চমক। বোলিংয়ে এসে দ্বিতীয় বলে বোল্ড করে সাজঘরে পাঠান রোহিত শর্মাকে। এর এক বল পরেই লিটনের দুর্দান্ত ক্যাচে ফেরেন বিরাট কোহলি।

আউট হবার আগে রোহিত শর্মা ৩১ বলে ২৭ ও কোহলি করেন ১৫ বলে ৯ রান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের দলীয় রান ১৩ ওভারে ৫৬/৩। ১০ বলে ৬ রানে অপরাজিত শ্রেয়াস আইয়ার। লোকেশ রাহুল আছেন ৬ বলে ২ রানে।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন লিটন কুমার দাস। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ অধিনায়কের। মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হয় বাংলাদেশ সময় বেলা ১২টায়।


আরো সংবাদ



premium cement