২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রোমাঞ্চিত লিটন বললেন হয়েছে স্বপ্ন পূরণ

লিটন কুমার দাস - ছবি : সংগৃহীত

ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ, তাও প্রিয় ফরম্যাট ওয়ানডে; ক্রিকেটারদের স্বপ্নসময়ই বটে। বড় দলগুলোর বিপক্ষে নিজেদের মাটিতেই খেলার ভাগ্য বাংলাদেশের খুব কমই জুটে। এই যেমন দীর্ঘ সাত বছর পর ভারত বাংলাদেশে এসেছে। ফলে সিরিজকে ঘিরে ক্রিকেটারদের মাঝে উত্তেজনা তুঙ্গে। তবে একটু বেশীই উত্তেজিত যেন লিটন কুমার দাস। ভারতের বিপক্ষে তাকেই তো দেখা যাবে টাইগারদের হয়ে টস করতে।

তামিম ইকবালের ইনজুরিতে কপাল খুলেছে লিটন দাসের। এর আগে মাত্র একটি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করা লিটন এবারই প্রথম ঘটা করে নেতৃত্ব পেলেন। বাংলাদেশের ১৫তম ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হবে তার। ভারতের বিপক্ষে বড় সিরিজে নেতৃত্ব দেয়ার চ্যালেঞ্জ পেয়ে অভিভূত লিটন কুমার দাস, ধন্যবাদ দিয়েছেন বিসিবিকে।

সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘ধন্যবাদ বিসিবিকে, আমাকে সুযোগ দেয়ার জন্য। আমি খুব রোমাঞ্চিত। একটা বড় সিরিজে সুযোগ দেয়া হয়েছে। আমি চেষ্টা করব ভালো করার।’

তবে অনেকটা আচমকাই অধিনায়কত্বের দায়িত্বটা এসেছে বলে জানিয়ে লিটন বলেন, ‘এবার আপনারা যেভাবে খবর পেয়েছেন গতকাল, আমিও তেমনভাবে অধিনায়কত্বের খবরটা পেয়েছি।’

তবে নেতৃত্ব পেয়ে নিজের সেরা নিংড়ে দেয়ার প্রত্যয় লিটনের সুরে। সেই সাথে দেশকে নেতৃত্ব দেয়া স্বপ্ন ছিল দাবি করেন লিটন। তিনি বলেন, ‘আমি অনেক অনেক রোমাঞ্চিত। প্রত্যেকেরই জাতীয় দলে খেলার স্বপ্ন থাকে। আর সবচেয়ে বড় স্বপ্ন দেশকে নেতৃত্ব দেয়া। একজন খেলোয়াড় হিসেবে সব সময় একটা দায়িত্ব তো থাকেই। এখন অধিনায়ক হিসেবে ক্রিকেটারদের গাইড করার একটা বাড়তি দায়িত্ব থাকবে।’


আরো সংবাদ



premium cement
থামছে না পুঁজিবাজারে পতন বিনিয়োগকারীদের আর্তনাদ ভারতের লোকসভা নির্বাচনে ভোট শুরু: নাগাল্যান্ডে ভোটার উপস্থিতি প্রায় শূন্য কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী আন্দোলনে ব্যর্থ বিএনপির হাল ধরার কেউ নেই : ওবায়দুল কাদের পাবনায় ভারতীয় চিনি বোঝাই ১২টি ট্রাকসহ ২৩ জন আটক স্বচ্ছতার সাথে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে: তথ্য প্রতিমন্ত্রী মিয়ানমার বিজিপির আরো ১৩ সদস্য পালিয়ে এলো বাংলাদেশে শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগ তুলে ২ ভাইকে হত্যা ইরানে ইসরাইলি হামলার খবরে বাড়ল তেল সোনার দাম যতই বাধা আসুক ইকামাতে দ্বীনের কাজ চালিয়ে যাবো : ডা: শফিকুর রহমান

সকল