২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ভারতের রান পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ

ভারতের রান পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ - ছবি : সংগৃহীত

রানের পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ। দুই সেঞ্চুরিতে ৫ উইকেটে ৪০৪ রান সংগ্রহ করে ফেলেছে ভারত এ দল। হাতে আছে এখনো ৫ উইকেট। ইতোমধ্যেই ২৯২ রানের লিড নিয়ে রেখেছে ভারত। এর আগে প্রথম ইনিংসে মাত্র ১১২ রানে অলআউট হয় বাংলাদেশ এ দল।

বুধবার বিনা উইকেটে ১২০ রান নিয়ে ম্যাচের দ্বিতীয় দিন শুরু করা ভারত এইদিন ৫ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে। তবে প্রথম উইকেটের দেখা পেতেই ঘাম বেরিয়েছে বাংলাদেশের। ৭৭তম ওভারে এসে প্রথমবার উইকেট উল্লাসে মাতে বাংলাদেশ। ভারতের রান তখন ২৮৩। দুই ওপেনারই তখন শতক ছুঁয়ে ফেলেছেন।

৭৬.৫ ওভারে যষাভি জয়সাওয়ালকে ১৪৫ রানে সাজঘরে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। তবে এরপর নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। দলীয় ৮৬ ওভারে আরেক ওপেনার অভিমান্যু ইশ্বরামকে ফেরান খালেদ আহমেদ। তার ব্যাটে আসে ১৪২ রান।

ইশ্বরামের আগে ইয়াশ ঢুলকেও ফিরিয়েছেন খালেদ। ২০ রান করেছিলেন এই টপ অর্ডার ব্যাটার। অতঃপর ২১ রান করা সফরাজকে দ্বিতীয় ও যায়ান্ত যাদবকে ১০ রানে ফিরিয়ে তৃতীয় উইকেটের দেখা পান তাইজুল ইসলাম। আর কোনো বোলার উইকেটের দেখা পাননি।

এর আগে কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১১২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ এ দলের ইনিংস। যেখানে মোসাদ্দেক হোসেন সৈকত একাই করেন ৬৩ রান। তাছাড়া শান্ত ১৯, তাইজুল করেন ১২ রান। বাকি ৮ ব্যাটসম্যানের কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। যেখানে সর্বোচ্চ ৬ নাইম হাসানের।


আরো সংবাদ



premium cement