২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মোসাদ্দেকের ব্যাটে লড়াই করছে বাংলাদেশ

মোসাদ্দেকের ব্যাটে লড়াই করছে বাংলাদেশ - ছবি : ইন্টারনেট

ব্যাটিং ধসের পর মোসাদ্দেকের ব্যাটে লড়াই করছে বাংলাদেশ। আজ ভারত ‘এ’ দলের বিপক্ষে ২ রানে ২ উইকেট হারানোর পর, ২৬ রানে হারায় ৫ উইকেট। তবে মোসাদ্দেকের সাহসী ব্যাটিংয়ে খানিকটা ভদ্রস্থ দেখাচ্ছে ইনিংস। অর্ধশতক তোলে নিয়েছেন এই অলরাউন্ডার।

দু’টি চার দিনের সাদা পোশাকের ম্যাচ খেলতে ভারত ‘এ’ দল এখন বাংলাদেশে। কক্সবাজারে আজ থেকে শুরু হয়েছে প্রথম চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলকে আগে ব্যাটিংয়ে পাঠায় সফরকারীরা। তবে আগে ব্যাটিংয়ে নেমে একেবারেই ভালো হচ্ছে না বাংলাদেশের ব্যাটিং।

ওপেনিংয়ে নামা জাতীয় টেস্ট দলের নিয়মিত ওপেনার মাহমুদুল হাসান জয় ফিরেন ১ রান করে, খানিক বাদে কোনো রান না করেই জাকির হাসানও তার পথ ধরেন। নাজমুল হোসেন শান্ত পাল্টা আক্রমণ শুরু করলেও ১৯ রানেই থামে তার ইনিংস। এর মাঝে মুমিনুল হকও ফিরেন, তার ব্যাটে আসে ৪ রান।

মুমিনুল ফেরার পর দ্রুত ফিরেন অধিনায়ক মিথুন আলিও। ১৩ বল খেলেও কোনো রান যোগ করতে পারেননি নামের পাশে। সেখান থেকে একা হাতে দলকে টেনে তুলতে থাকেন মোসাদ্দেক। একপ্রান্ত আগলে আগ্রাসী মেজাজে খেলতে থাকেন তিনি। এর মাঝে জাকির আলি অনিকও ফিরেন ব্যক্তিগত ৪ রানে। তবে তাইজুল ইসলামকে সাথে নিয়ে এখন পর্যন্ত ৩৭ রানের জুটি গড়েছেন মোসাদ্দেক। ফলে দলের স্কোর এখন ১০০/৬। মোসাদ্দেক অপরাজিত আছেন ৬২ রানে।

ভারতের হয়ে নবদ্বীপ সাইনি ৩, আর মুকেশ কুমার শিকার করেন ২ উইকেট। একটি উইকেট নিয়েছেন  অতীত শেঠ।


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে ৩ দিনের ব্যবধানে কেজিপ্রতি আলুতে দাম বেড়েছে ১০ টাকা ফরিদপুরের পদ্মাপাড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২৩ এস্কেভেটর ও ৮ ট্রাক ফেলে পালালো বালুদস্যুরা বরগুনায় দুই সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা গলাচিপায় নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থীরা নাটোরে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীবকে শোকজ হোসেনপুরে গ্রামের গ্রাহকরা দিনে এক ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছেন না ঈদগাঁওতে আচরণবিধি লঙ্ঘন করায় ৭ প্রার্থীকে জরিমানা গাজীপুরে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন বগুড়ায় উৎসব করে কেনা হলো বই গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে মারধর কেন্দুয়ায় চুরির হিড়িক

সকল