২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

বৃষ্টির হানায় ভারত-নিউজিল্যান্ড ম্যাচ বাতিল

- ছবি - ইএসপিএন

খেলা যখন জমতে শুরু করেছে, তখনই বৃষ্টির হানা! থামার নাম পর্যন্ত নেই। ঘণ্টাখানেক অবিরাম ঝরার পর বাতিল হলো নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি।

এর আগে প্রথম ম্যাচে জয় পেয়েছিল ব্লাক ক্যাপসরা।

আজকের ম্যাচটি হ্যামিলটনে শুরু হয়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাট করতে নামে ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান ও শুভমান গিল।

পঞ্চম ওভারে ম্যাট হেনরির বলে লোকি ফারগুসেনের হাতে ক্যাচ তুলে দেন শিখর ধাওয়ান। ১০ বলে ৩ রান করেন তিনি।

ক্রিজে আসেন সূর্যকুমার যাদব। জুটি বাধেন শুভমান গিলের সাথে। দু’জনের দুর্দান্ত তাল-মিলে দলের সংগ্রহ দ্রুত বাড়তে থাকে। বাড়তে থাকে ব্যক্তি সংগ্রহ।

অর্ধশতের কাছাকাছি ছিলেন শুভমান। ৪২ বলে ৪ বাউন্ডারি ও এক ছক্কায় ৪৫ রান করেন তিনি।

অপরপ্রান্তে থাকা সূর্যকুমার ২৫ বলে দুই বাউন্ডারি ও তিন ছক্কায় ৩৪ রান করেন।

১২.৫ বলে দলের সংগ্রহ যখন ৮৯ তখন শুরু হয় তুমুল বৃষ্টি। ঘণ্টাব্যাপী ঝরার পর ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন অ্যাম্পায়ার।


আরো সংবাদ



premium cement