২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছেন বাবর আজম

পাকিস্তানকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছেন বাবর আজম - ছবি : সংগৃহীত

বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই মেলবোর্নে শুরু হয় বিশ্বকাপ ফাইনাল। কালো মেঘ মাথায় নিয়েই টসে হেরে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। নো বলে শুরু, পরের বল ওয়াইড। বেন স্টোকসের হাত ধরে এভাবেই শুরু হয় স্বপ্নের ফাইনাল। তবে সাবধানী শুরু বাবর-রিজওয়ানের। ইনিংসের প্রথম বাউন্ডারি আসে চতুর্থ ওভারে, রিজওয়ানের ব্যাটে। তবে ইংল্যান্ড দল প্রথম উইকেটের দেখা পায় এই রিজওয়ানকেই ফিরিয়ে।

পঞ্চম ওভারে স্যাম কুরানের শিকার হয়ে ফিরেন মোহাম্মদ রিজওয়ান। ১৪ বল থেকে ১৫ রান আসে এই ওপেনারের ব্যাটে। ওই ওভার থেকে আসে মাত্র ১ রান। ষষ্ঠ ওভারে ১০ রান এলে পাওয়ার প্লে শেষে সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৩৯ রান। এই দিন দাঁড়াতে পারেননি মোহাম্মদ হারিস, ১২ বল থেকে ৮ রান করেছেন এই তরুণ ব্যাটসম্যান। অষ্টম ওভারে দলীয় ৫০ রানের মাইলফলক স্পর্শ করে পাকিস্তানের স্কোরবোর্ড।

দশম ওভার শেষে ড্রিংকস বিরতিতে যাবার আগে ২ উইকেটে ৬৮ রান আসে পাকিস্তানের স্কোরবোর্ডে। ২৫ বল থেকে ২৯ রানে বাবর আজম ও ১০ বল থেকে ১১ রানে অপরাজিত শান মাসুদ।


আরো সংবাদ



premium cement