২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শুরুতেই বিদায় সৌম্যের

শুরুতেই বিদায় সৌম্যের - ছবি : সংগৃহীত

কোনো রান না করে সাজঘরে ফিরে গেছেন সৌম্য সরকার। আজ রোববার ব্রিসবেনে জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয় ওভারে শূন্য রানে আউট হয়ে গেছেন তিনি। বাংলাদেশের স্কোর ২.৩ ওভারে ১ উইকেটে ১৬। শান্ত ১২ ও লিটন ৪ রানে ক্রিজে আছেন।

ব্রিসবেনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

সুপার টুয়েলভ পর্বে আজ নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে তারা। এর আগে দুটো করে ম্যাচ খেলেছে উভয় দল। একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ, মেহেদী মিরাজের জায়গায় ফিরেছেন ইয়াসির আলী রাব্বি।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, সাকিব আল হাসান, নাজমুল শান্ত, সৌম্য সরকার, ইয়ায়সির আলি আফিফ হোসাইন, মোসাদ্দেক হোসাইন, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ : ক্রেইগ আরভিন, মিল্টন শুম্বা, রেজিস চাকাভা, শন উইলিয়ামস, ব্রাড ইভান্স, রায়ান বার্ল, সিকান্দার রাজা, ওয়েসল মাধেভেরে, ব্লেসিং মুজরাবানি, রিচার্ড এনগারাভা, টেন্ডাই চাতারা।


আরো সংবাদ



premium cement