২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শুরুতেই তাসকিনের জোড়া আঘাত

শুরুতেই তাসকিনের জোড়া আঘাত - ছবি : সংগৃহীত

ইনিংসের প্রথম ওভারেই তাসকিনের জোড়া আঘাত। ইনিংসের প্রথম ২ বলেই উইকেটের দেখা পেয়েছেন তিনি। প্রথম বলেই বিক্রমজিৎ সিংকে ফেরানোর পর দ্বিতীয় বলেই বাস ডি লিডিকে নিজের দ্বিতীয় শিকার বানান এই স্পিড স্টার।

ফলে ১৪৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জোড়া আঘাতে ব্যাকফুটে নেদারল্যান্ডস। তাসকিনের দ্রুত গতির নিয়ন্ত্রিত বোলিংয়ের কোনো জবাবই ছিল না তাদের কাছে। প্রথম ওভার থেকে মাত্র ৩ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৪৪ রান করতে সক্ষম হয় টাইগাররা। আফিফ হোসেনের ৩৮ ও শেষ দিকে মোসাদ্দেক হোসেনের ১২ বলে অপরাজিত ২০ রানে সম্মানজনক সংগ্রহে পৌঁছায় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত করেন ২৫ রান।


আরো সংবাদ



premium cement