১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

এশিয়া কাপ : অভিষিক্ত তৃষ্ণার হ্যাটট্রিকে বড় জয় বাংলাদেশের

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের নারীরা বড় ব্যবধানে জিতেছে। - ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করলেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। টি-টোয়েন্টি ফরম্যাটে নারী এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে তৃষ্ণার হ্যাটট্রিকে বাংলাদেশ ৮৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে মালয়েশিয়াকে।

বৃহস্পতিবার (০৬ অক্টেবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই বিদায় নেন ওপেনার শামিমা সুলতানা। ৩ নম্বরে নামা ফারজানা হক ২৪ বলে ১০ রান করেন। ফলে ৩৪ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

শুরুতে চাপে পড়লেও, তৃতীয় উইকেটে জুটি বেঁধে বাংলাদেশকে চাপমুক্ত করেন অন্য ওপেনার মুরশিদা খাতুন ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জুটিতে ৬৩ বলে ৮৭ রান যোগ করার পথে হাফ-সেঞ্চুরির দেখা পান দু’জনই।

৫৪ বল খেলে ৬টি ৪ মেরে ৫৬ রানে আউট হন মুরশিদা। আর ঝড়ো ইনিংস খেলে ৫৩ রান করেন জ্যোতি। তার ৩৪ বলের ইনিংসে ৬টি ৪ ও ১টি ছক্কা অধিনায়ক।

মুরশিদা-নিগারের জোড়া হাফ সেঞ্চুরিতে ২০ ওভারে পাঁচ উইকেটে ১২৯ রান পায় বাংলাদেশ।

১৩০ রানের টার্গেটে সাবধানী শুরু ছিল মালয়েশিয়ার। পাঁচ ওভারে বিনা উইকেটে ১২ রান পায় তারা। তবে ইনিংসের ষষ্ঠ ও নিজের তৃতীয় ওভারে বল হাতে জ্বলে উঠেন তৃষ্ণা। ওই ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা। ওভারের দ্বিতীয় বলে উইনিফ্রেড দুরাইসিঙ্গামকে বোল্ড, তৃতীয় ডেলিভারিতে ম্যাস এলিসাকে লেগ বিফোর এবং চতুর্থ বলে মাহিরা ইজ্জাতি ইসমাইলকে বোল্ড করে হ্যাটট্রিকের স্বাদ নেন তৃষ্ণা।

বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন তৃষ্ণা। এর আগে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছিলেন ফাহিমা খাতুন। ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ফাহিমা। আর নারীদের টি-টোয়েন্টিতে ২৯তম হ্যাটট্রিকের নজির গড়লেন তৃষ্ণা।

২০ বছর বয়সী তৃষ্ণার আগুন বোলিংয়ের পর বাংলাদেশের অন্য বোলারদের দাপটে ১৮ দশমিক ৫ ওভারে ৪১ রানে অলআউট হয় মালয়েশিয়া। দলের পক্ষে কোনো ব্যাটারই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

দেশের হয়ে পাঁচটি ওয়ানডে খেলা তৃষ্ণা এ ম্যাচে ৪ ওভারে ১২ রানে ৩ উইকেট নেন। ফাহিমা খাতুন-সানজিদা আকতার মেঘলা ও রুমানা আহমেদ ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন জ্যোতি।

এই জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে বাংলাদেশ। ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত।

আগামী ৮ অক্টোবর নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার

সকল