১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু ভারতের

শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু ভারতের - ছবি : সংগৃহীত

এশিয়া কাপের অষ্টম আসরের দ্বিতীয় ম্যাচে ছয়বারের শিরোপাজয়ী ভারত যেন স্বরূপে। শ্রীলঙ্কাকে হারিয়েছে ৪১ রানের বড় ব্যবধানে।

শনিবার সিলেটে নারী এশিয়া কাপে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ভারত। টস জিতে লঙ্কান অধিনায়ক চামারি আথাপাত্তু ব্যাটিং করতে আমন্ত্রণ জানায় ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কাউরকে। এশিয়া কাপের সবথেকে সফল দল ভারত। সাত আসরের ছয়বারই চ্যাম্পিয়ন হয়েছে তারা।

টস হেরে ব্যাট করতে নেমে ২৩ রানেই ২ উইকেট হারায় ভারত। স্মৃতি মান্ধানা করেন ৭ বলে ৬ রান। ১১ বলে ১০ করে শেফালি ভার্মা ফিরেন সাজঘরে। তবে জামিমা রদ্রিগেজ ও অধিনায়ক হারমানপ্রীত কাউরের ৯২ রানের জুটিতে দারুণভাবে ম্যাচে ফিরে ভারত।

৩০ বলে ৩৩ করে হারমানপ্রীত ফিরে গেলেও রদ্রিগেজের ব্যাট কচুকাটা করতেই থাকে লঙ্কান বোলারদের। ব্যাট হাতে ছড়ি ঘুরিয়ে তুলে নেন ক্যারিয়ারের সপ্তম টি-টোয়েন্টি অর্ধ-শতকটাও। আউট হন ১১ চার ১ ছক্কায় ৫৩ বলে ৭৬ রান করে। রিচা ঘোষও ফিরেন ৬ বলে ৯ রানে। ভারত ৬ উইকেট হারিয়ে ১৫০ রানের সংগ্রহ পায়। ডায়ালান হিমালাথা অপরাজিত থাকেন ১০ বলে ১৩ রানে।

১৫১ রানের লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কার উদ্বোধনী জুটিতে আসে ২৫ রান। চামিরা আথাপাত্তু ১১ বলে ৫ রানে ফিরে যান। সেহানিও ফিরেন দুই অঙ্কে পৌঁছার আগেই, রান আউটে কাটা পড়েন তিনি। ২০ বলে ২৬ করে মাধবীও হাঁটেন একই পথে। রান আউটের শিকার হয়ে তিনিও ফিরেন দলীয় ৪৮ রানে। পরের ১২ রান করার মাঝেই ফিরে যান আরো দুজন, নিলাকশী আর দিলারী, ৪ রান দু’জনের সমষ্টি। ওশাদি রানাসিংহও ১১ রানে ফিরে যান, সুগন্ধিকাও ফিরেন ব্যক্তিগত ৪ রানে।

একাই লড়াই করেন হাসিনি পেরেরা। আউট হবার আগে খেলেন ৩২ বলে ৩০ রানের ইনিংস। তবে ১০৯ রানেই থেমে যেতে হয় শ্রীলঙ্কাকে। ভারত নিজেদের প্রথম ম্যাচ জিতে যায় ৪১ রানের বড় ব্যবধানে। ডায়ালান হিমলাথা শিকার করেন ৩ উইকেট। দু’টা করে উইকেট পান পুজা ও দীপ্তি।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল