২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শ্রীলঙ্কাকে ১৫০ রানের টার্গেট ভারতের

শ্রীলঙ্কাকে ১৫০ রানের টার্গেট ভারতের - ছবি : সংগৃহীত

এশিয়া কাপের অষ্টম আসরের দ্বিতীয় ম্যাচে ছয় বারের শিরোপাজয়ী ভারত যেন স্বরূপে। সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই যদিও ২৩ রানেই ২ উইকেট হারায় ভারত। স্মৃতি মান্ধানা করেন ৭ বলে ৬ রান, ১১ বলে ১০ করে শেফালি ভার্মা ফিরেন সাজঘরে। তবে জামিমা রদ্রিগেজ ও অধিনায়ক হারমানপ্রীত কাউরের ৯২ রানের জুটিতে দারুণভাবে ম্যাচে ফিরে আসে ভারত।

৩০ বলে ৩৩ করে হারমানপ্রীত ফিরে গেলেও রদ্রিগেজের ব্যাট কচুকাটা করতেই থাকে লঙ্কান বোলারদের। ব্যাট হাতে ছড়ি ঘুরিয়ে তুলে নেন ক্যারিয়ারের সপ্তম টি-টোয়েন্টি অর্ধ-শতকটাও। আউট হন ১১ চার ১ ছক্কায় ৫৩ বলে ৭৬ রান করে। রিচা ঘোষও ফেরেন ৬ বলে ৯ রানে। ভারত ৬ উইকেট হারিয়ে ১৫০ রানের সংগ্রহ পায়। ডায়ালান হিমালাথা অপরাজিত থাকেন ১০ বলে ১৩ রানে।

ভারত একাদশঃ হারমানপ্রীত কাউর, স্মৃতি মান্ধানা, সেফালি ভার্মা, জামিমা রদ্রিগেজ, রিচা ঘোষ, স্নেহ রানা, ডায়ালান হ্যামালাথা, দীপ্তি শর্মা, রেনুকা সিং, পুজা ভাস্তাকার, রাধা যাদব।

শ্রীলঙ্কা একাদশঃ চামারি আথাপাত্তু, হার্ষিতা মাধবি, নিলাকসি সিলভা, আনুস্কা সাঞ্জানি, মালশা সেহানি, কাবিশা দিলহারি, হাসিনি পেরেরা, ওশাদি রানাসিং, সুগন্ধিকা কুমারি, আচিনি কুলসেরা, ইনোকা রানাভেরা।


আরো সংবাদ



premium cement