২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

টস হেরে ব্যাট করছে বাংলাদেশ

টস হেরে ব্যাট করছে বাংলাদেশ - ছবি : সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে টাইগাররা। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে আজও টস করতে নামেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে প্রথম ম্যাচের মতো আজও টস ভাগ্য সায় দেয়নি। টসে জিতে আজও বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠিয়েছেন আরব আমিরাতের অধিনায়ক রিজওয়ান।

মঙ্গলবার রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে ২টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন মুস্তাফিজ ও শরিফুল, একাদশে এসেছেন তাসকিন ও ইবাদত।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৭ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় বাংলাদেশ। বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতি নিতে আর সেরা কম্বিনেশন খুঁজে পেতে এই সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। তবে প্রথম ম্যাচে জয় পেলেও ব্যাটিং-বোলিংয়ে সেরাটা দিতে পারেননি কেউ। শুধু আফিফের ব্যাটে ঘুরে দাঁড়ানোর শক্তি পায় বাংলাদেশ। ফলে আজ দলের বাকি সদস্যদেরও নিজেদের প্রমাণ করার দিন আজ।

আজকের বাংলাদেশ একাদশ
মেহেদী মিরাজ, সাব্বির রহমান, লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক সৈকত, ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান, ইবাদত হোসাইন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন।

সংযুক্ত আরব আমিরাত একাদশ
মুহাম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, আরিয়ান লাকড়া, ভৃত্য আরবিন্দ, রিজওয়ান (অধিনায়ক), বাসিল হামিদ, আয়ান আফজাল, জাওয়াদ ফরিদ, কার্তিক মিয়াপ্পান, সাবির আলি, যাহর খান।


আরো সংবাদ



premium cement