২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ভারতকে হুঁশিয়ারি হটনের

জিম্বাবুয়ের কোচ হটন - ফাইল ছবি

সদ্যই ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে বিধ্বস্ত করে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এ অবস্থায় আগামী ১৮ আগস্ট থেকে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে জিম্বাবুয়ে। আসন্ন সিরিজে শক্তিশালী ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জিম্বাবুয়ে।

ভারতকে হুঁশিয়ার করে জিম্বাবুয়ের কোচ হটন জানিয়েছেন আমরা ভারতকে চ্যালেঞ্জ জানাতে তৈরি। বাংলাদেশের পর ভারতকেও হারাতে পারি আমরা।

ঘরের মাঠে সদ্য শেষ হওয়া সিরিজে বাংলাদেশের বিপক্ষে ভালো খেলার লক্ষ্য ছিল জিম্বাবুয়ের। সিরিজ জয়ের জন্য ফেভারিট ছিল বাংলাদেশ। কিন্তু সব হিসাব-নিকাশ পাল্টে দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ জিতে নেয় জিম্বাবুয়ে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয় জিম্বাবুয়ে। ফলে ২০১৬ সালের পর আবারো বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে জিম্বাবুয়েকে। এ বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে জিম্বাবুয়ে।

দ্য টেলিগ্রাফকে জিম্বাবুয়ের কোচ হটন বলেন, ‘আমি অঘটন ঘটানোর আশা ছাড়ছি না। এই মুহূর্তে ভালো ক্রিকেট খেলছি আমরা এবং ড্রেসিং রুমে চমৎকার আত্মবিশ্বাস বিরাজ করছে। প্রথমে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব এবং এরপর বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছি।’

তিনি আরো বলেন, ‘আমরা বুঝতে পারছি আমরা শক্তিশালী ভারতের বিপক্ষে খেলবো। এই মুহূর্তে ভারত এতটাই শক্তিশালী দল চারটি ভিন্ন ভিন্ন দল গঠন করতে পারে তারা এবং সবগুলোই শক্তিশালী হবে।’

আগামী ১৮ আগস্ট থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ভারত-জিম্বাবুয়ে। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে- ২০ ও ২২ আগস্ট।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
জবিতে ভর্তি পরীক্ষায় আসন বেড়েছে ৫০টি বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না

সকল