০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

১১ নম্বর ব্যাটসম্যানের আজব রেকর্ড

১১ নম্বর ব্যাটসম্যানের আজব রেকর্ড - ছবি : সংগৃহীত

শুনতে আজব মনে হলেও এটাই সত্যি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন ১১ নম্বর ব্যাটার। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই প্রথম কোনো ইনিংসের ১০ ব্যাটারের থেকে বেশি ব্যক্তিগত রান করলেন ১১ নম্বরে ব্যাট করতে নামা ক্রিকেটার। ক্যারিবিয়ান দলের বাঁ-হাতি পেসার ওবেদ ম্যাককয় গড়ে ফেলেন এমন অসাধারণ রেকর্ড।

যদিও তার পরও নিউজিল্যান্ডের রেকর্ডের সামনে মাথা নোয়াতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। সেই সাথে খোয়াতে হয় টি-২০ সিরিজ, তাও এক ম্যাচ বাকি থাকতেই। এখন হোয়াইটওয়াশ বাঁচানোই মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে নিকোলাস পুরানদের।

সাবাইনা পার্কে শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২১৫ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনো সফরকারী দলের গড়া এটিই সর্বোচ্চ দলগত আন্তর্জাতিক টি-২০ ইনিংস। সেদিক থেকে নিঃসন্দেহে দুর্দান্ত রেকর্ড গড়েন কিউইরা। এর আগে ২০২০ সালে সেন্ট জর্জেস পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭ উইকেটে ২০৭ রান তুলেছিল আয়ারল্যান্ড। এত দিন সেটিই ছিল রেকর্ড।

গ্লেন ফিলিপস ৪১ বলে ৭৬ রান করেন। তিনি চারটি চার ও ছয়টি ছক্কা মারেন। ২০ বলে ৪৮ রান করেন ডারিল মিচেল। তিনি দুটি চার ও চারটি ছক্কা মারেন। ডেভন কনওয়ে করেন ৩৪ বলে ৪২ রান। তিনি দুটি চার ও তিনটি ছক্কা মারেন। এছাড়া ২০ রানের কার্যকরী যোগদান রাখেন মার্টিন গাপ্তিল। ক্যাপ্টেন উইলিয়ামসন ৪ রানে আউট হন। জেমস নিশাম ৯ ও মাইকেল ব্রেসওয়েল ৪ রান করে নট-আউট থাকেন। ৩টি উইকেট নেন ওবেদ ম্যাককয়। ১টি করে উইকেট দখল করেন রোমারিও শেফার্ড ও ওডিন স্মিথ।

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৯ উইকেটে ১২৫ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। তারা ৯০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারে। সেই সাথে ৩ ম্যাচের টি-২০ সিরিজ ০-২ ব্যবধানে হেরে বসেন ক্যারিবিয়ানরা।

তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে ১৫ বলে দলের হয়ে সবচেয়ে বেশি ২৩ রান করেন ১১ নম্বর ব্যাটার ওবেদ ম্যাককয়। এছাড়া শিমরন হেতমায়ের ১৪, জেসন হোল্ডার ১১, রোভম্যান পাওয়েল ২১, রোমারিও শেফার্ড ১৮ ও হেডেন ওয়ালশ ১০ রান করেন। ক্যাপ্টেন পুরান ১ রান করে আউট হন।

১৫ রানে ৩ উইকেট নেন মিচেল স্যান্টনার। ১৫ রানে ৩টি উইকেট নিয়েছেন ব্রেসওয়েল। ১টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি ও ইশ সোধি। ম্যাচের সেরার পুরস্কার জিতেছেন ফিলিপস।
সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
জমে উঠেছে লড়াই, ৫ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ চট্টগ্রামে বেডিং কারখানার আগুন ‌দে‌শের সর্ব‌নিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ব্রাহ্মণবাড়িয়ায় ডাম্প ট্রাকের চাপায় নিহত ২ গাজায় যুদ্ধবিরতির জন্য বাইডেনকে চাপ ১৪০ ইহুদি সংগঠনের বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করেছে : প্রধানমন্ত্রী ‘সরকার গণআন্দোলনে দিশেহারা হয়ে বিরোধী অন্দোলন দমনের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে’ শৈত্যপ্রবাহের সাথে তাপমাত্রা কমার আভাস ভূরুঙ্গামারীতে পেঁয়াজের ডাবল সেঞ্চুরি মিগজাউমের প্রভাবে দোহারে নিচু জমিতে পানি জমে ফসলের ক্ষয়ক্ষতি মোরেলগঞ্জে বর যাত্রায় ফেরি থেকে পড়ে বৃদ্ধ নিখোঁজ

সকল