২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

তামিম রান আউট, খালি হাতে মুশফিক-শান্তর বিদায়

তামিম রান আউট, খালি হাতে মুশফিক-শান্তর বিদায় -

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যে পরিকল্পনা নিয়ে খেলা দরকার, তার ছিটেফোঁটাও নেই বাংলাদেশ দলের। নবম ওভারে রান আউটের শিকার অধিনায়ক তামিম ইকবাল। তার পরের ওভারেই শূন্য রানে সাজ ঘরে ফিরলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

রান আউট হওয়ার আগে তামিম ৩০ বলে ১৯ রান করেন। চলছে ১৪তম ওভারের খেলা। বাংলাদেশের সংগ্রহ ৬৯। ক্রিজে আছেন আনামুল হক বিজয় ও মাহমুদুল্লাহ রিয়াদ। আনামুল ব্যাট করছেন ৪৪ রানে। অন্যদিকে মাহমুদুল্লাহর সংগ্রহ ৯ বলে ১ রান।

আজকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। তাসকিন ও শরিফুলের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মুস্তাফিজ ও এবাদত।

জিম্বাবুয়ের কাছে সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই ৫ উইকেটের ব্যবধানে হারে বাংলাদেশ। ফলে ২০০১ সালের পর আবারো জিম্বাবুয়ে কাছে হোয়াইটওয়াশের মুখে পড়েছে টাইগাররা। নিশ্চিতভাবেই হোয়াইটওয়াশের স্বাদ নিতে চাইবে না বাংলাদেশ।

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), আনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।


আরো সংবাদ



premium cement