১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

ক্যারিবীয় সফর শেষে এ মাসেই জিম্বাবুয়ে যাচ্ছেন টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না টাইগাররা। - ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে বিশ্রামে সুযোগ পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে দেশে ফিরেই জিম্বাবুয়ের সফরে সীমিত ওভার সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে টাইগারদের।

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি জুলাইয়ের শেষ দিকে জিম্বাবুয়ের উদ্দেশে টাইগাররা দেশ ছাড়বেন বলে মঙ্গলবার জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

১৬ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে খেলে বাংলাদেশ দল ১৮ জুলাই ওয়েস্ট ইন্ডিজ ছাড়বে বলে ধারণা করা হচ্ছে।

নিজাম উদ্দিন মঙ্গলবার বলেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে আমরা একটি সূচি চূড়ান্ত করেছি। যেহেতু তারা স্বাগতিক বোর্ড, তাই সফরসূচি প্রকাশ করবে জিম্বাবুয়ে। আশা করছি, দুই-এক দিনের মধ্যেই প্রকাশ করা হবে।’

তিনি আরো বলেন, ‘জুলাইয়ের শেষে জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে আমরা তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবো।’

এশিয়া কাপের আয়োজক হিসেবে বাংলাদেশকে মনে করা হলেও সেটি প্রত্যাখ্যান করেন বিসিবির প্রধান নির্বাহী। নিজ দেশে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ শেষে এশিয়া কাপ আয়োজনে প্রস্তুতি নেবে শ্রীলঙ্কা।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা যা জানি, শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজন করবে। বর্তমানে শ্রীলঙ্কা সফর করছে অস্ট্রেলিয়া দল এবং দেখে মনে হচ্ছে আয়োজক হবার জন্য চ্যালেঞ্জ নিতে তৈরি তারা (শ্রীলঙ্কা)। আমরা আশা করছি, নির্ধারিত সময়েই এশিয়া কাপ অনুষ্ঠিত হবে।’

২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পর কোনো বহুজাতিক টুর্নামেন্ট আয়োজন করেনি শ্রীলঙ্কা। এশিয়া কাপে অর্ন্তভুক্ত আছে পাঁচটি পূর্ণ সদস্য- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

অর্থনৈতিক সংকটে পড়ার পর রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে শ্রীলঙ্কা।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
গণ-ইফতার কর্মসূচিতে ছাত্রলীগের হামলার নিন্দা ছাত্রশিবিরের পাবনায় একরাতে কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল উধাও! সম্পদ বিবরণী জমা দেয়ার বাধ্যবাধকতা বাতিল হলে দুর্নীতি উৎসাহিত হবে : টিআইবি ফিলিপাইন ও জাপানের নেতাদের সাথে বৈঠকে বসছেন বাইডেন ইফতার পার্টির নামে সরকারের অন্ধ সমালোচনা করছে বিএনপি : ওবায়দুল কাদের ভাড়া বেশি নিলে সেই বাস বন্ধের হুঁশিয়ারি মালিক সমিতির যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির ঢাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে মূলহোতাসহ ৩৫ জন গ্রেফতার মে মাসে মেলবোর্নে নিউক্যাসলের মুখোমুখি হবে টটেনহ্যাম নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার ৩ মেসি না খেলায় হংকংয়ের সমর্থকরা টিকেটের অর্ধেক অর্থ ফেরত পাবে

সকল