২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মিরাজের পর সাকিবের আঘাত

মিরাজের পর সাকিবের আঘাত - ছবি: সংগৃহীত

ডোমিনিকায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আগ্রাসী ব্যাটিংয়ে খেলা শুরু করে তারা। তবে সাকিবের প্রথম ওভারের দ্বিতীয় বলে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। স্লটে পেয়ে তুলে মারার চেষ্টা করেছিলেন শামার ব্রুকস, তবে খাড়া ওপরে উঠেছে সেটি। বল তালুবন্দি করতে ভুল করেননি অধিনায়ক মাহমুদউল্লাহ।

সাকিবের প্রথম ওভার হলেও দলের চতুর্থ ওভার ছিল এটি। অবশ্যই এর আগে শুরুটা করেন মেহেদী হাসান মিরাজ। খেলার দ্বিতীয় ওভারেই তুলে নেন কাইল মায়ার্সের উইকেট।

দ্বিতীয় ওভারে অফ স্পিনার মেহেদী হাসানকে এনেছেন মাহমুদউল্লাহ। বাঁহাতি মায়ার্স প্রথম বলেই মেরেছিলেন চার। তবে এরপর তিন ডটের চাপে ফেলে মায়ার্সকে ফিরিয়েছেন মেহেদী। ফুল লেংথের বলটা হাঁটু গেড়ে টেনে মারতে গিয়ে লাইন মিস করে বোল্ড হয়েছেন মায়ার্স, ৯ বলে ১৭ রান করেন তিনি।

১৮ রানে প্রথম উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় উইকেট হারায় ২৬ রানে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ ওভারে দুই উইকেট হারিয়ে ৬২।

এদিন প্রথম থেকেই তাসকিনের উপর চড়াও হয়েছেন ক্যারিবিযান ব্যাটারেরা। প্রথম দুই বলে এসেছিল ১ রান। তবে এরপর কাইল মায়ার্স চড়াও হয়েছেন ইনিংসের প্রথম ওভার করতে আসা তাসকিন আহমেদের ওপর। কাভার দিয়ে চারের পর লং-অফ দিয়ে মেরেছেন ছয়। তাসকিনের করা প্রথম ওভারে এসেছে ১৪ রান।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি স্থায়ী হয়েছিল মাত্র ১৩ ওভার। বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হয়েছে, পরে সেটি নেমে এসেছে ১৬, ১৪, ১৩ ওভারে। তবে শেষ পর্যন্ত ফল আনা যায়নি।


আরো সংবাদ



premium cement
‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’ রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ

সকল