২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মিরাজের পর সাকিবের আঘাত

মিরাজের পর সাকিবের আঘাত - ছবি: সংগৃহীত

ডোমিনিকায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আগ্রাসী ব্যাটিংয়ে খেলা শুরু করে তারা। তবে সাকিবের প্রথম ওভারের দ্বিতীয় বলে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। স্লটে পেয়ে তুলে মারার চেষ্টা করেছিলেন শামার ব্রুকস, তবে খাড়া ওপরে উঠেছে সেটি। বল তালুবন্দি করতে ভুল করেননি অধিনায়ক মাহমুদউল্লাহ।

সাকিবের প্রথম ওভার হলেও দলের চতুর্থ ওভার ছিল এটি। অবশ্যই এর আগে শুরুটা করেন মেহেদী হাসান মিরাজ। খেলার দ্বিতীয় ওভারেই তুলে নেন কাইল মায়ার্সের উইকেট।

দ্বিতীয় ওভারে অফ স্পিনার মেহেদী হাসানকে এনেছেন মাহমুদউল্লাহ। বাঁহাতি মায়ার্স প্রথম বলেই মেরেছিলেন চার। তবে এরপর তিন ডটের চাপে ফেলে মায়ার্সকে ফিরিয়েছেন মেহেদী। ফুল লেংথের বলটা হাঁটু গেড়ে টেনে মারতে গিয়ে লাইন মিস করে বোল্ড হয়েছেন মায়ার্স, ৯ বলে ১৭ রান করেন তিনি।

১৮ রানে প্রথম উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় উইকেট হারায় ২৬ রানে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ ওভারে দুই উইকেট হারিয়ে ৬২।

এদিন প্রথম থেকেই তাসকিনের উপর চড়াও হয়েছেন ক্যারিবিযান ব্যাটারেরা। প্রথম দুই বলে এসেছিল ১ রান। তবে এরপর কাইল মায়ার্স চড়াও হয়েছেন ইনিংসের প্রথম ওভার করতে আসা তাসকিন আহমেদের ওপর। কাভার দিয়ে চারের পর লং-অফ দিয়ে মেরেছেন ছয়। তাসকিনের করা প্রথম ওভারে এসেছে ১৪ রান।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি স্থায়ী হয়েছিল মাত্র ১৩ ওভার। বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হয়েছে, পরে সেটি নেমে এসেছে ১৬, ১৪, ১৩ ওভারে। তবে শেষ পর্যন্ত ফল আনা যায়নি।


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১

সকল